PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারত- ইথিওপিয়া সুসম্পর্ক

प्रविष्टि तिथि: 17 DEC 2025 6:08PM by PIB Kolkata

                                                                                                              নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

মূল বিষয়বস্তু 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬–১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ইথিওপিয়া সফর করেন। এটি ছিল তাঁর প্রথম দ্বিপাক্ষিক ইথিওপিয়া সফর।

আদ্দিস আবাবা সফরকালে তাঁকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মাননা ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদান করা হয়।

ভারত ও ইথিওপিয়া- দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা।

ভারত ও ইথিওপিয়া মোট আটটি সমঝোতাপত্র ও চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ইথিওপিয়ার বিদেশ মন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপন এবং জি-২০ কমন ফ্রেমওয়ার্কের অধীনে ঋণ চুক্তি পুনর্মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে ৬৭৫-টিরও বেশি ভারতীয় সংস্থা ইথিওপিয়ান ইনভেস্টমেন্ট কমিশনে নিবন্ধিত, যাদের মোট বিনিয়োগের পরিমাণ ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বিশেষত উৎপাদন ও ওষুধ শিল্পে এই বিনিয়োগের মাধ্যমে ৭৫,০০০-এরও বেশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বৈদেশিক পর্যায়ের পরামর্শ সভা ও যৌথ বাণিজ্য কমিটির মতো প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে গতি এসেছে।

জি-২০ ও ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং নিয়মিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার মাধ্যমে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

২০২৪–২৫ অর্থবর্ষে ভারত–ইথিওপিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৫৫০.১৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ৪৭৬.৮১ মিলিয়ন ডলার এবং আমদানি ৭৩.৩৮ মিলিয়ন ডলার, যা এই সম্পর্ককে মূলত রপ্তানি-নির্ভর করে তুলেছে।

ভূমিকা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবছর ১৬–১৭ ডিসেম্বর তারিখে তিনটি দেশের সফরের অংশ হিসেবে ইথিওপিয়া যান, যা ছিল তাঁর প্রথম দ্বিপাক্ষিক ইথিওপিয়া সফর। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। ঐতিহাসিক বন্ধন, আধুনিক রাজনৈতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ভারত–ইথিওপিয়া সম্পর্ক সুদৃঢ় হয়েছে। ব্রিকসের সদস্য, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে ইথিওপিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ আফ্রিকান অংশীদার।

বছরের পর বছর ভারত–ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক 

নিরবচ্ছিন্ন রাজনৈতিক সংলাপ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে ভারত ও ইথিওপিয়ার মধ্যে দৃঢ় ও স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক সহযোগিতা এবং যৌথ বাণিজ্য কমিটি ও বৈদেশিক পর্যায়ের পরামর্শ সভার মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলি এই সম্পর্ককে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা প্রদান করেছে।

উচ্চ পর্যায়ের রাজনৈতিক সহযোগিতা

জি-২০ ও ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে নিয়মিত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে ভারত ও ইথিওপিয়ার রাজনৈতিক সম্পৃক্ততা সুদৃঢ় হয়েছে। দুই দেশের নেতারা প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, প্রতিরক্ষা, কৃষি, শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদারের বিষয়ে ধারাবাহিক আলোচনা করেছেন। ইথিওপিয়া ভারতীয় নেতৃত্বাধীন গ্লোবাল সাউথের উদ্যোগগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং কোভিড-১৯ অতিমারীর মতো সংকটকালেও মন্ত্রী পর্যায়ের যোগাযোগ অব্যাহত ছিল।

ইথিওপিয়া থেকে ভারত সফর

ইথিওপিয়ার বিভিন্ন মন্ত্রী ও সরকারি প্রতিনিধিদল নিয়মিতভাবে ভারত সফর করেছে, যার মধ্যে প্রতিরক্ষা, শিল্প, স্বাস্থ্য, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা এবং সংসদীয় সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্র অন্তর্ভুক্ত। এসব সফরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, প্রতিরক্ষা সংলাপ এবং কারিগরী সহযোগিতা আরও জোরদার হয়েছে।

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক

ভারত–ইথিওপিয়া অর্থনৈতিক সম্পর্ক মূলত রপ্তানি-নির্ভর। ২০২৪–২৫ অর্থবর্ষে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৫৫০.১৯ মিলিয়ন মার্কিন ডলার। উৎপাদন, বস্ত্র, ওষুধ, কৃষি, তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইল খাতে ভারত  ইথিওপিয়ার অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী।

ইথিওপিয়ায় ভারতীয় সম্প্রদায়

উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে ইথিওপিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে। ভারতীয় শিক্ষক, পেশাজীবী ও উদ্যোক্তারা ইথিওপিয়ার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে প্রায় ২,৫০০ ভারতীয় ইথিওপিয়ায় বসবাস করেন, যারা শিক্ষা, শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত।

প্রধানমন্ত্রীর সফরের ফলাফল

প্রধানমন্ত্রী শ্রী মোদীর এই সফরে  দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে এবং আটটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত় হয়েছে। আলোচনা বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, ডিজিটাল পরিকাঠামো, কৃষি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি এবং বহুপাক্ষিক সহযোগিতা-সহ নানা ক্ষেত্রে বিস্তৃত ছিল। উভয় নেতাই আন্তর্জাতিক মঞ্চে যৌথ উদ্যোগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উপসংহার

ধারাবাহিকতা, দৃঢ় রাজনৈতিক সমঝোতা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে ভারত–ইথিওপিয়া সম্পর্ক  সুদৃঢ় হয়েছে।

 

Embassy of India in Addis Ababa

https://eoiaddisababa.gov.in/bilateral-relations/

Ministry of External Relations

https://www.mea.gov.in/press-releases.htm?dtl/40443/Visit_of_Prime_Minister_to_Jordan_Ethiopia_and_Oman_December_15__18_2025

https://www.mea.gov.in/press-releases.htm?dtl/40491/Prime_Minister_receives_the_highest_award_of_Ethiopia_December_16_2025

https://www.mea.gov.in/press-releases.htm?dtl/40492/Prime_Minister_holds_bilateral_talks_with_the_Prime_Minister_of_Ethiopia_December_16_2025

Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2204829&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2204943&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2205106&reg=3&lang=1

Click here to see in PDF

 

***********

SSS/PK


(रिलीज़ आईडी: 2205835) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati