উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

আদিবাসী জমি অনুপজাতি ব্যক্তির কাছে অবৈধভাবে হস্তান্তর

प्रविष्टि तिथि: 17 DEC 2025 4:32PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৭ ডিসেম্বর, ২০২৫: ভারতের সংবিধান অনুযায়ী (সপ্তম তফসিল- তালিকা ২ (রাজ্য তালিকা)- ১৮ নম্বর এন্ট্রি) ভূমি এবং এর ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে রাজ্যগুলির একচেটিয়া আইন প্রণয়ন ও প্রশাসনিক এখতিয়ারের অধীনে। আজ রাজ্যসভায় একটি তারকাচিহ্নবিহীন প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে। তিনি জানান, বিভিন্ন রাজ্যে জনজাতিদের জমি অবৈধভাবে অনুপজাতিদের কাছে হস্তান্তরের ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক সংরক্ষণ করে না, এই তথ্য রাজ্য সরকারের কাছে থাকে।

শ্রী দুর্গাদাস উইকে জানান, সংবিধানের পঞ্চম তফসিল ভূমি অধিগ্রহণ ইত্যাদির কারণে জনজাতি জনসংখ্যার বাস্তুচ্যুতি থেকে সুরক্ষার বিধান করে। যে রাজ্যগুলিতে তফসিলি এলাকা রয়েছে, সেই রাজ্যের রাজ্যপালকে এই ধরনের এলাকায় তফসিলি উপজাতিদের সদস্যদের দ্বারা বা তাদের মধ্যে জমি হস্তান্তর নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার এবং এই ধরনের ক্ষেত্রে তফসিলি জনজাতিদের সদস্যদের মধ্যে জমি বরাদ্দের নিয়মকানুন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। তফসিলি এলাকা রয়েছে এমন সমস্ত রাজ্যে জনজাতিদের জমি হস্তান্তর এবং-অনুপজাতিদের কাছে জমি বিক্রি সীমাবদ্ধ করার বিষয়ে নিজস্ব ভূমি নিয়ন্ত্রণ আইন রয়েছে, যা তফসিলি এলাকায় তফসিলি জনজাতিদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য সেইসব এলাকায় অর্থ লগ্নির ব্যবসাকেও নিয়ন্ত্রণ করে। সংবিধানের পঞ্চম তফসিলের বিধানগুলি বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির, যেখানে তফসিলি এলাকা রয়েছে।

এছাড়াও তিনি জানান, তফসিলি এলাকা রয়েছে এমন প্রতিটি রাজ্যে জনজাতিদের কল্যাণ ও প্রশাসন সংক্রান্ত বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য জনজাতি উপদেষ্টা পরিষদ (টিএসি) স্থাপন করা হয়েছে। রাজ্যপাল তাদের কার্যকর কার্যকারিতার জন্য নিয়ম তৈরি করেন। তফসিলি এলাকা রয়েছে এমন প্রতিটি রাজ্যের রাজ্যপাল এই এলাকাগুলির প্রশাসন সম্পর্কে ভারতের রাষ্ট্রপতিকে বার্ষিকভাবে প্রতিবেদন জমা দেন, যা কেন্দ্রীয় সরকারকে তদারকি ও নির্দেশনা প্রদানের সুযোগ দেয়।

জনজাতি বিষয়ক মন্ত্রক সময়ে সময়ে রাজ্য সরকারগুলিকে নির্দেশনা/পরামর্শ জারি করে আসছে যাতে সাংবিধানিক বিধান এবং তফসিলি জনজাতিদের সুরক্ষা প্রদানের জন্য প্রণীত বিভিন্ন আইনের পরিপ্রেক্ষিতে তাদের স্বার্থ সঠিকভাবে সুরক্ষিত থাকে।

*****

PS/DM


(रिलीज़ आईडी: 2205699) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English