প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লার ভাষণ

प्रविष्टि तिथि: 16 DEC 2025 1:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা আজ আম্মানে ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে ভাষণ দেন। জর্ডনের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীও এই ফোরামে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এবং জর্ডনের রাজা দু’জনই দুই দেশের মধ্যে ব্যবসায়িক বোঝাপড়া বৃদ্ধির উপর জোর দেন। জর্ডনের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারতের আর্থিক শক্তির উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় আর্থিক করিডর গড়ে তোলার উপর জোর দেন রাজা আব্দুল্লা। 

ফোরামে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জর্ডনের মধ্যে প্রাণবন্ত অংশীদারিত্বের কথা তুলে ধরেন এবং দু’দেশের সভ্যতার মধ্যে দীর্ঘ যোগসূত্রের কথা উল্লেখ করেন। আগামী পাঁচ বছরে জর্ডনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার বার্তা দেন শ্রী মোদী। এ প্রসঙ্গে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল এবং তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হিসেবে ভারতের উত্থানের কথা তুলে ধরেন তিনি। ভারতে বিপুল ব্যবসায়িক সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি মানুষের দেশের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে জর্ডন। 

ডিজিটাল গণপরিকাঠামো, তথ্য প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষি প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের স্টার্টআপ-গুলিকে হাতে হাত মিলিয়ে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে ভারত যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে, জর্ডনের ভৌগোলিক অবস্থানগত সুবিধা রয়েছে। ভারতের শক্তি এবং জর্ডনের এই অবস্থানকে কাজে লাগিয়ে দুই দেশ একে-অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। এছাড়া, কৃষি, খাদ্য, সার, পরিকাঠামো, গাড়ি শিল্প, পরিবেশ-বান্ধব গাড়ি, পর্যটন প্রভৃতি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার উপর জোর দেন তিনি। 

পরিকাঠামো, স্বাস্থ্য, ওষুধ, সার, কৃষি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বস্ত্র, প্রতিরক্ষা এবং উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত দুই দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ এই ফোরামে উপস্থিত ছিলেন।

*****

PS


(रिलीज़ आईडी: 2205185) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English