নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক
পিএম সূর্য ঘর: মুফত বিজলী যোজনা ৭.৭ লক্ষ পরিবারের বিদ্যুৎ বিল শূন্যে নামিয়েছে
प्रविष्टि तिथि:
16 DEC 2025 12:14PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৫: ভারত সরকার ২০২৪-এর ফেব্রুয়ারিতে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা (পিএমএসজি:এমবিআই)-এর সূচনা করে- যার লক্ষ্য ২০২৬-২৭ অর্থবর্ষ নাগাদ ১ কোটি বসত বাড়িতে সৌর বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম বসানো। বরাদ্দ হয় ৭৫,০২১ কোটি টাকা।
৯.১২.২০২৫ তারিখ পর্যন্ত সারা দেশে এ ধরনের ১৯,৪৫,৭৫৮টি সরঞ্জাম সংস্থাপিত হয়েছে। উপকৃত হয়েছে ২৪,৩৫,১৯৬টি পরিবার।
বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম বসানোয় কেন্দ্রীয় আর্থিক সহায়তা ছাড়াও ৫.৭৫% সুদের হারে বন্ধকহীন ঋণ পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির বাড়ির ছাদে এ ধরনের সরঞ্জাম বসানোর কাজে গতি আনতে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রকল্প রূপায়ণের ফলে সারা দেশে মোট ৭,৭১,৫৮০টি পরিবারের বিদ্যুৎ বিল শূন্যে নেমে এসেছে। প্রদত্ত ভর্তুকির পরিমাণ ১৩,৯২৬ কোটি টাকার বেশি। এই প্রকল্পের আওতায় ঋণের জন্য ৮.৩ লক্ষের বেশি আবেদনে মঞ্জুরি দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় ১,১০৭টি বাড়িতে সৌর বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম বসানো হয়েছে। রাজ্যে এই প্রকল্পে উপকৃত পরিবারের সংখ্যা ১,১৭০। ২০টি পরিবারের বিদ্যুৎ বিল নেমে এসেছে শূন্যে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক।
*****
PS
(रिलीज़ आईडी: 2204991)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English