নির্বাচনকমিশন
বিহারের মতো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বুথ পর্যায়ের এএসডি-র তালিকা রাজনৈতিক দলগুলির বিএলএ-দের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন
प्रविष्टि तिथि:
10 DEC 2025 5:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলাস্তরের নির্বাচনী আধিকারিকরা বুথ পর্যায়ের এএসডি তালিকা ওয়েবসাইটে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। বর্তমানে দেশের যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংশোধন প্রক্রিয়া চলছে, সেগুলিতে একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
(১) দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর কাজ চলছে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির জেলা সভাপতিরা প্রতিটি বুথের জন্য এজেন্টের নাম মনোনীত করেছেন। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-রা বুথ পর্যায়ে অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া অথবা মৃত ভোটারের তালিকা প্রকাশ হওয়ার পর সেটি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। বুথ পর্যায়ের আধিকারিক বা বিএলও-রা তিন বা তার অধিক সময়ে সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে যাওয়ার পরই এই তালিকা প্রকাশ করা হবে। বিহারে এই একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।
(২) ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫ লক্ষ বিএলও এই কাজ করছেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের ১২ লক্ষেরও বেশি বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকের পর অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া অথবা মৃত ভোটারের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকাটি সংশ্লিষ্ট বিএলএ-দের কাছে পাঠানো হবে।
(৩) নির্বাচন কমিশন যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তাই, তালিকা তৈরির সময় এ ধরনের ভোটারের নামের বিষয়টি যথাযথ নিশ্চিত করার পরেই খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে।
(৪) খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময় বিহারের মতোই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলাস্তরের নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকরা ওয়েবসাইটে সেটি যাতে তোলা হয় তা নিশ্চিত করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও এই তথ্য থাকবে। সচিত্র পরিচয়পত্রের নম্বরের মাধ্যমে ভোটদাতারা তালিকা থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন।
SC/CB/DM.
(रिलीज़ आईडी: 2202179)
आगंतुक पटल : 8