স্বরাষ্ট্র মন্ত্রক
বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য নতুন ফৌজদারি আইন
प्रविष्टि तिथि:
10 DEC 2025 2:44PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর ২০২৫: বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য নতুন ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে৷ এই প্রণীত বিধানগুলির মধ্যে রয়েছে:
দ্রুত এবং ন্যায্য নিষ্পত্তি: নতুন আইনগুলিতে মামলার দ্রুত এবং ন্যায্য নিষ্পত্তির প্রতিশ্রুতি রয়েছে, যা আইনি ব্যবস্থার প্রতি আস্থাকে জাগিয়ে তোলেছে। তদন্ত এবং বিচারের গুরুত্বপূর্ণ পর্যায়গুলি হল - প্রাথমিক তদন্ত ১৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, আরও তদন্ত করার হলে তা ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, ভুক্তভোগী এবং অভিযুক্তকে নথি সরবরাহ করতে হবে ১৪ দিনের মধ্যে, বিচারের জন্য মামলা দায়ের ৯০ দিনের মধ্যে করতে হবে, খালাসের আবেদন দাখিল করতে হবে ৬০ দিনের মধ্যে, অভিযোগ গঠন করতে হবে ৬০ দিনের মধ্যে, রায় ঘোষণা করা হবে ৪৫ দিনের মধ্যে৷ এছাড়া, রাজ্যপালের কাছে মার্জনা আবেদন দাখিল করতে হবে ৩০ দিনের মধ্যে এবং রাষ্ট্রপতির কাছে ৬০ দিনের মধ্যে৷
দ্রুত তদন্ত সম্পন্নকরণ: নতুন আইনে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের তদন্তকে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ তথ্য রেকর্ড করার দুই মাসের মধ্যে সময়মতো তা সম্পন্ন করা নিশ্চিত করা হয়েছে।
স্থগিতাদেশ: মামলার শুনানিতে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে, সময়মতো ন্যায়বিচার প্রদান নিশ্চিত করতে সর্বোচ্চ দুটি স্থগিতাদেশের বিধান রাখা হয়েছে।
বিচারিক প্রক্রিয়ার গতি, দক্ষতা এবং স্বচ্ছতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার জন্য, ই-সমন, ই-সাক্ষ এবং ন্যায়-শ্রুতি (ভিসি)র মতো অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। ই-সমন ইলেকট্রনিক মাধ্যমে সমন প্রদান সহজতর করেছে। ই-সাক্ষ আইনি, বৈজ্ঞানিক এবং টেম্পার-প্রুফ ডিজিটাল প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ এবং ইলেকট্রনিকভাবে জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে, যার ফলে সত্যতা নিশ্চিত হচ্ছে এবং বিলম্ব হ্রাস পাচ্ছে। ন্যায়-শ্রুতি (ভিসি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি, সাক্ষী, পুলিশ কর্মকর্তা, প্রসিকিউটর, বৈজ্ঞানিক বিশেষজ্ঞ, বন্দী ইত্যাদির ভার্চুয়াল উপস্থিতির সুবিধা প্রদান করেছে৷
ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর অধীনে নথিভুক্ত মামলার সংখ্যার রাজ্যভিত্তিক তথ্য অনুযায়ী ত্রিপুরায় নথিভুক্ত মামলার সংখ্যা হল ৪,১৪২টি এবং সারা দেশে নথিভুক্ত মামলার সংখ্যা ৫১,৩২,০১৭টি৷
রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার এই তথ্য জানিয়েছেন।
*****
PS/DM
(रिलीज़ आईडी: 2201739)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English