যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেরালার কোট্টায়ামের সিএমএস কলেজে জেন-জেড পোস্ট অফিস এক্সটেনশন কাউন্টার খুলল ডাক বিভাগ

प्रविष्टि तिथि: 09 DEC 2025 11:12AM by PIB Agartala

নতুন দিল্লি ০৯ ডিসেম্বর ২০২৫

 


ভারতীয় ডাক বিভাগ কেরালার কোট্টায়ামের সিএমএস কলেজে তাদের প্রথম জেন-জেড পোস্ট অফিস এক্সটেনশন কাউন্টার খুলল। নতুন প্রজন্মের আচরণগত প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হওয়া এই কেন্দ্রটির উদ্বোধন করেন কেরালা কেন্দ্রীয় অঞ্চলের ডাক পরিষেবা বিভাগের অধিকর্তা শ্রী এন আর গিরি। এর নির্মাণে ডাক বিভাগের কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন সিএমএস কলেজের শিক্ষার্থীরাও। এখানে রয়েছে প্রাকৃতিক পরিমণ্ডলের ছোঁয়াও।

এমপিসিএম বুকিং কাউন্টারের সঙ্গে রয়েছে মাইস্ট্যাম্প প্রিন্টার- যাতে পরিষেবা আরও অনায়াসলভ্য হয়। এছাড়া, রয়েছে ল্যাপটপ চার্জিং-এর ব্যবস্থা। বিনোদনের জায়গা ও কফি শপ। দেওয়ালে কারুকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে ওই অঞ্চলের সাংস্কৃতিক পরম্পরা।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2201256) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English