জলশক্তি মন্ত্রক
জল জীবন মিশনের সম্পাদন
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২৫
গ্রামের প্রতিটি গৃহে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালের অগাস্ট মাসে জল জীবন মিশনের সূচনা হয়। রাজ্যগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ৫ বছরের জন্য এই প্রকল্প রূপায়ণে লক্ষ্য স্থির হয়।
এই মিশনের সূচনালগ্নে গ্রামীণ গৃহগুলির কেবল ৩.২৩ কোটি অর্থাৎ ১৬.৭ শতাংশে নলবাহিত জলসংযোগ ছিল। ০৩.১২.২০২৫ তারিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পাওয়া তথ্যানুযায়ী, অতিরিক্ত ১২.৫২ কোটি গৃহে নলবাহিত জলসংযোগ প্রদান করা হয়েছে। ০৩.১২.২০২৫ তারিখ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১৫.৭৫ কোটি, শতাংশের হিসেবে যা গ্রামীণ ৮১.৩৭ শতাংশের বেশি নিজ গৃহে নলবাহিত জলসংযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে মোট গ্রামীণ গৃহের সংখ্যা ১৭৫.৫২ কোটি। ১৫.০৮.২০১৯ তারিখে এই প্রকল্পের সূচনার পর থেকে মোট ৯৬.৯৩ কোটি গৃহে নলবাহিত জলসংযোগ প্রদান করা হয়েছে, শতাংশের হিসেবে যা ৫৫.২৩ শতাংশ। পশ্চিমবঙ্গে বর্তমানে ৯৯.০৮ কোটি গ্রামীণ গৃহে নলবাহিত জলসংযোগ রয়েছে। অর্থাৎ ৫৬ দশমিক ৪৫ শতাংশ।
এই প্রকল্পে মোট বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৩.৬০ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের দেওয়া অর্থের পরিমাণ ২.০৮ লক্ষ কোটি টাকা। অনুমোদিত কেন্দ্রীয় বরাদ্দ ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ব্যবহৃত হয়েছে। এই প্রকল্পের অগ্রগতি বিবেচনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জল জীবন মিশনের সময়সীমাকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন। এজন্য ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। নলবাহিত জল সরবরাহ প্রকল্পে দীর্ঘকালীন স্থায়িত্বের দিকে তাকিয়ে এবং জনকেন্দ্রিক পরিষেবা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে পরিকাঠামোর গুণগতমান এবং রক্ষণাবেক্ষণের উপরে জোর দেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2200465)
आगंतुक पटल : 9