যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
সরকার ডেপিং বিরোধী উদ্যোগকে আরও শক্তিশালী করেছে; নাডার পরীক্ষা করার ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছে
प्रविष्टि तिथि:
05 DEC 2025 2:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৫
ক্রীড়াবিদরা যাতে ডোপিং-এর সমস্যায় না পড়েন তার জন্য ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা এনএডিএ (নাডা)-র মাধ্যমে ডোপিং বিরোধী কার্যকলাপকে শক্তিশালী করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নাডা তার পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতাকে বৃদ্ধি করেছে। এবছর ৭৭৫১টি ডোপ নিয়ন্ত্রণ করার টেস্টের পরিকল্পনা করা হয়েছে। গত বছর এধরনের টেস্ট হয়েছিল ৭৪৭৪টি। ২০২৩ সালে ৫৭৯৪টি টেস্ট হয়।
সরকার সম্প্রতি নাডা ইন্ডিয়া ডেটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের সূচনা করে। এর মধ্য দিয়ে খেলোয়াড়রা তাদের ডোপ টেস্টের বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ডাবলুএডিএ-র পদ্ধতিগুলি অনুসরণ করে এটি। নাডা এক্ষেত্রে উন্নতমানের ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অ্যান্টি ডোপিং বুথের ব্যবস্থার পাশাপাশি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া এবং রাজ্য স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে এধরনের সেন্টার রাখা হচ্ছে।
‘নো ইওর মেডিসিন’ অ্যাপটি খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয় করে তুলতে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। এছাড়াও বেতার ও টেলিভিশনে এসংক্রান্ত তথ্য নিয়মিত প্রচার করা হচ্ছে।
ডোপিং বিরোধী কর্মসূচি যাতে দেশজুড়ে পালিত হয় তার জন্য নাডা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বিধিগুলি অনুসরণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে খেলোয়াড়রা যাতে ডোপিং-এর সমস্যায় না পড়েন সেটি নিশ্চিত করা হচ্ছে।
রাজ্যসভায় গতকাল এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।
SC/CB/SKD
(रिलीज़ आईडी: 2199543)
आगंतुक पटल : 2