তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
চলচ্চিত্রের সার্টিফিকেশনের জন্য গঠিত প্রতিটি পরীক্ষা ও সংশোধন কমিটিতে ৫০ শতাংশ মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে সিবিএফসি
प्रविष्टि तिथि:
05 DEC 2025 2:47PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর ২০২৫: সিনেমাটোগ্রাফ (সার্টিফিকেশন) নিয়ম, ২০২৪ অনুযায়ী বোর্ড এবং উপদেষ্টা প্যানেলে এক-তৃতীয়াংশ মহিলা সদস্যদের অংশগ্রগণকে বাধ্যতামূলক করে মহিলাদের যথাযথ প্রতিনিধিত্বকে নিশ্চিত করা হয়েছে। উপরন্তু, সিবিএফসি নিয়ম অনুসারে চলচ্চিত্র পরীক্ষার জন্য গঠিত প্রতিটি পরীক্ষা কমিটি এবং সংশোধন কমিটিতে ৫০ শতাংশ মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে৷
বোর্ড সদস্যদের মেয়াদকাল ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইন এবং এর অধীনে প্রণীত নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সিনেমাটোগ্রাফ (সার্টিফিকেশন) বিধিমালা, ২০২৪ এর ৩নং ধারা অনুসারে, প্রতিটি সদস্য কেন্দ্রীয় সরকারের ইচ্ছানুযায়ী অনধিক তিন বছরের জন্য পদে বহাল থাকবেন৷ তবে এক্ষেত্রে শর্ত হল যে, সদস্যদের মেয়াদকাল তাদের স্থলে নতুন সদস্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
সিবিএফসি বোর্ড সদস্যদের সাথে অনলাইনে সভা পরিচালনা করে থাকে। ২০১৭ সাল থেকে, ই-সিনেপ্রমান অনলাইন সার্টিফিকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে সার্টিফিকেশন কর্মপ্রবাহ মূলত ডিজিটাল করা হয়েছে, যার মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া, প্রক্রিয়াকরণ এবং অনুমোদন অনলাইনেই করা হয়। জমা দেওয়া চলচ্চিত্রের পরিমাণের উপর ভিত্তি করে পরীক্ষা ও সংশোধন কমিটির সভা প্রয়োজন অনুসারে হয়ে থাকে, যা সময়মত সার্টিফিকেশন নিশ্চিত করে।
কিউআর কোড সিস্টেম জনসাধারণকে চলচ্চিত্রের শিরোনাম, ভাষা, সময়কাল, আবেদনকারীর নাম, প্রযোজকের নাম, সারসংক্ষেপ এবং অভিনেতা/ক্রুদের বিবরণের মতো মৌলিক সার্টিফিকেশন-সম্পর্কিত তথ্য সুবিধা প্রদান করতে সক্ষম করেছে। ডেটা সুরক্ষা, সিস্টেমের অখণ্ডতা এবং গোপনীয়তার বিবেচনার সাথে সম্মতি নিশ্চিত করার জন্য ই-সিনেপ্রমান পোর্টালে কিউআর কোডের অধীনে উপলদ্ধ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি প্রয়োজনীয় সার্টিফিকেশন তথ্যে জনসাধারণের সুবিধাকে প্রভাবিত করে না।
সিবিএফসি প্রতি বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিয়ে থাকে। এই তথ্য মন্ত্রকের সমন্বিত বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়মিত প্রকাশিত হয় এবং মন্ত্রকের ওয়েবসাইটে উপলব্ধ করা হয়।
আজ রাজ্যসভায় শ্রীমতী সাগরিকা ঘোষের একটি তারকাচিহ্ণবিহীন প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান৷
*****
PS/DM
(रिलीज़ आईडी: 2199489)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English