ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর : হিমালয়ে জলবায়ু পরিবর্তনের ফলে বিরূপ প্রভাব

प्रविष्टि तिथि: 03 DEC 2025 6:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫

 

হিমালয়ের হিমবাহগুলিতে পোলার সায়েন্স অ্যান্ড ক্রায়োস্ফিয়ার রিসার্চের অধীনে ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা ন্যাশনাল সেন্টার অফ পোলার অ্যান্ড ওশন রিসার্চ (এনসিপিওআর) নজরদারি চালায়। এনসিপিওআর হিমালয়ের পশ্চিম ও পূর্ব প্রান্তে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন হিমবাহে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং তার ফলে ঐ হিমবাহ থেকে উৎপন্ন নদীতে জলপ্রবাহের পরিমাণের ওপর প্রতিনিয়ত লক্ষ্য রেখে চলেছে। ন্যাশনাল মিশন ফর সাসটেনিং হিমালয়ান ইকো-সিস্টেম এবং ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ-এর মতো বিভিন্ন গবেষণামূলক কর্মসূচিতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সহায়তা করে থাকে। সম্প্রতি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশে হিমবাহ গলে মেঘভাঙা বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতি হয়, তার পরিমাণ কিভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে একটি কর্মসূচির পরিচালনা করছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যত শীঘ্র সম্ভব স্থানীয় মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। ভূ-বিজ্ঞান মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, খনি মন্ত্রক ও জলশক্তি মন্ত্রক হিমালয়ের হিমবাহগুলির বিষয়ে নজরদারি চালাতে ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সংস্থাকে আর্থিক সহায়তা করে থাকে। দেখা গেছে, হিমালয়ের বিভিন্ন হিমবাহের আয়তন নিয়মিতভাবে কমে যাচ্ছে। হিন্দুকুশ অঞ্চলে প্রতি বছর ১৪.৯ ± ১৫.১ মিটার হারে হিমবাহের আয়তন হ্রাস পাচ্ছে। এর প্রভাব সিন্ধু নদের ওপর পড়ছে। গঙ্গা্নদীর ক্ষেত্রে প্রতি বছর ১২.৭ ± ১৩.২ মিটার হারে এবং ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে ২০.২ ± ১৯.৭ মিটার হারে পরিবর্তন হচ্ছে। তবে, কারাকোরাম অঞ্চলে এই হ্রাসের হার কম।

ভারতের ২০টির বেশি জাতীয় এবং রাজ্যস্তরের প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিমালয়ের হিমবাহের ওপর গবেষণা করে চলেছে। সিকিমের দক্ষিণ লোনাক এবং সাকোচো হিমবাহগুলির ওপরও নজরদারি চালানো হচ্ছে। সিকিম বিশ্ববিদ্যালয়, তেজপুর বিশ্ববিদ্যালয় এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে তিনটি গ্লেসিয়ার স্টাডিজের ওপর উৎকর্ষকেন্দ্র গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ন্যাশনাল মিশন ফর সাসটেনিং দ্য হিমালয়ান ইকো-সিস্টেম-এর আওতায় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষকেন্দ্রকে সহায়তা করে থাকে। 

 

SC/CB/DM...


(रिलीज़ आईडी: 2198658) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी