বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ (সিসিইউএস)-এর মাধ্যমে ভারতে নেট জিরো লক্ষ্য পূরণে গবেষণা ও উন্নয়নের পথনির্দেশের সূচনা
प्रविष्टि तिथि:
04 DEC 2025 11:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ ডিসেম্বর ২০২৫
কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ (সিসিইউএস)-এর মাধ্যমে ভারতে নেট জিরো লক্ষ্য পূরণে এই প্রথম গবেষণা ও উন্নয়নের পথনির্দেশের সূচনা হল ২ ডিসেম্বর ২০২৫।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দ্বারা প্রস্তুত এই পথনির্দেশের সূচনা করলেন ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ। তিনি এই পথনির্দেশকে জলবায়ু সমস্যার সমাধানে সমন্বিত কার্যাবলী ও সহযোগিতার অত্যুৎকৃষ্ট নজির বলে বর্ণনা করলেন। যখন ভারত তার জলবায়ু লক্ষ্য পূরণে এগোচ্ছে সেই সময় সিসিইউএস পথনির্দেশ সমন্বিত কার্যাবলী, সহযোগিতাতে দিক নির্দেশ করবে এবং প্রযুক্তি ব্যবহারে বিনিয়োগ আকর্ষণ করবে। এতে দেশের কার্বন পদচিহ্ন হ্রাসের সহায়ক হবে এবং দায়িত্ববান আন্তর্জাতিক অংশীদার হিসেবে ভারতের ভূমিকাকে সুপ্রতিষ্ঠিত করবে, যা বিকশিত ভারত @২০৪৭-এর স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক অভয় কারান্ডিকর সিসিইউএস প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সহযোগিতার বাতাবরণ তৈরি করে দেশে সিসিইউএস উন্নয়ন ও গবেষণায় দপ্তরের অগ্রণী ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, এই পথনির্দেশ বর্তমান আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে দেবে, সেই সঙ্গে আগামীদিনের পরবর্তী প্রজন্মের সমাধানে মোড় ঘোরানো বিজ্ঞানকে সাহায্য করবে।
জলবায়ু পরিবর্তনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে। সেখানে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের নতুন নতুন পথ খুঁজে পাওয়ার প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হয়ে উঠেছে। ভারতের জন্য সুস্থায়ী উন্নয়ন অর্জনে – দ্রুত শিল্পোন্নয়নের সঙ্গে পরিবেশ সংক্রান্ত দায়িত্বের ভারসাম্য রক্ষা করাই সবিশেষ অগ্রাধিকার। এই পরিপ্রেক্ষিতে ২০৭০-এর মধ্যে নেট জিরো নিঃসরণ অর্জনে উচ্ছ্বাসী লক্ষ্য স্থাপনে সুস্থায়ী ভবিষ্যতের জন্য দেশের দীর্ঘমেয়াদী দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
প্রকৃত শিল্প পরিবেশে সিসিইউ-এর পরীক্ষাগার নির্মাণের মাধ্যমে গবেষণা এবং উন্নয়নে সাহায্য করতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর নেতৃত্বদানের ভূমিকা নিয়েছে। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বিদ্যুৎ, সিমেন্ট এবং ইস্পাতের মতো ক্ষেত্রে।
সিসিইউএস গবেষণা এবং উন্নয়নে দপ্তরের মুখ্য ভূমিকার কথা তুলে ধরেন এইচটিএফ-এর চেয়ারপারসন এবং পুণের সিএসআইআর-এনসিএল-এর অধিকর্তা ডঃ আশিস লেলে। দপ্তরের সিএএসটি-র প্রধান ডঃ অনিতা গুপ্ত এবং অ্যাসোসিয়েট হেড ডঃ নীলিমা আলম বিভিন্ন প্রযুক্তিগত দিকের বিস্তারিত ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক, নীতি প্রণেতা এবং সরকারি প্রতিনিধি সহ সিসিইউএস গোষ্ঠীর বহু মানুষ।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2198657)
आगंतुक पटल : 4