উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ

प्रविष्टि तिथि: 03 DEC 2025 2:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর ২০২৫: ছাড়প্রাপ্ত নয় এমন সমস্ত মন্ত্রক/বিভাগকে ১০ শতাংশ জিবিএস প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাজেট বরাদ্দের কমপক্ষে ১০ শতাংশ টাকা উত্তর-পূর্বাঞ্চলের জন্য ব্যয় করতে বাধ্য করা হয়েছে। গত পাঁচ বছরে ৩,৭১,৭৮৯ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ৩,৯৪,৬১২ কোটি টাকা (১০৬.১ শতাংশ) টাকা ব্যয় হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী উন্নয়ন উদ্যোগ (পিএম-ডিভাইন) প্রকল্পটি ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটের ১০০ শতাংশ কেন্দ্রীয় অর্থায়নে একটি নতুন কেন্দ্রীয় খাতের প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছিল৷ ১২ অক্টোবর ২০২২-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হয়েছিল, যার শুরু হয়েছিল ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ৪ বছরের জন্য মোট ৬,৬০০ কোটি টাকার খরচের মাধ্যমে। শুরু থেকে ৩১.১০.২০২৫ তারিখ পর্যন্ত, এই প্রকল্পের আওতায় মোট ৪৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মোট অর্থমূল্য ছিল ৫,৭২৮.৭৬ কোটি টাকা৷ এর মধ্যে মোট ২,১৭২.৬৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য প্রদান করেছেন।

*****

PS/DM


(रिलीज़ आईडी: 2198239) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English