অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

তুতিকোরিনে ডিআরআই-এর অভিযানে ই-সিগারেট চোরাচালান চক্রের একটি বৃহৎ চক্রের সন্ধান, ১০.৪২ কোটি টাকার ৪৫,৯৮৪টি ই-সিগারেট জব্দ; ৩ জনকে গ্রেপ্তার

प्रविष्टि तिथि: 02 DEC 2025 2:30PM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ ডিসেম্বর ২০২৫: রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) তুতিকোরিন বন্দরে ১০.৪১ কোটি টাকার নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেটের একটি বড় চোরাচালান বিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ই-সিগারেট চোরাচালানের সাথে জড়িত একটি চক্র চীন থেকে ভারতে ই-সিগারেটযুক্ত একটি কন্টেইনার আমদানির পরিকল্পনা করেছিল, এমন একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ডিআরআই-এর কর্মকর্তারা ২৭শে নভেম্বর ২০২৫ তারিখে তুতিকোরিনে উক্ত কন্টেইনারটি আটক করে এবং পরীক্ষা করে দেখেন।

ওই কন্টেইনারটি পরীক্ষা করার সময়, কিছু কার্টুনে ঘোষিত ছাতার পণ্য পাওয়া গেছে, আর এই ছাতার আড়ালে  লুকানো অবস্থায় ই-সিগারেট পাওয়া গেছে। ১৯৬২ সালের কাস্টমস আইনের বিধান অনুসারে, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ৪,৩০০টি ছাতা সহ ১০.৪১ কোটি টাকা মূল্যের বিভিন্ন স্বাদের ৪৫,৯৮৪টি ই-সিগারেট উদ্ধার করা হয় এবং জব্দ করা হয়।

এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা চেন্নাই-ভিত্তিক তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যারা চালানটি খালাসি করার সাথে যুক্ত ছিলেন এবং ১৯৬২ সালের কাস্টমস আইনের বিধান অনুসারে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷

ই-সিগারেট আমদানি ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন, ২০১৯ (পিইসিএ আইন) এবং ২৬শে সেপ্টেম্বর ২০১৯ তারিখের ডিজিএফটি বিজ্ঞপ্তি নং ২০/২০১৫-২০২০ এবং আরও ১৯৬২ সালের কাস্টমস আইনের বিধান অনুসারে নিষিদ্ধ।

ডিআরআই দেশজুড়ে নিরন্তর নজরদারি এবং আইন প্রয়োগকারী পদক্ষেপের মাধ্যমে ই-সিগারেটের মতো নিষিদ্ধ এবং ক্ষতিকারক পণ্যের চোরাচালান রোধ করে দেশের অর্থনৈতিক স্বার্থ এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

*****

PS/DM


(रिलीज़ आईडी: 2197660) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English