নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

International IDEA- বিশ্বজুড়ে গণতন্ত্রের পাশে ৩০ বছর

प्रविष्टि तिथि: 01 DEC 2025 6:05PM by PIB Kolkata

নতুন দিল্লি ০১ ডিসেম্বর  ২০২৫

 


ভারতের নির্বাচন কমিশন এবং তার কর্মীরা যে মুক্ত, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করেন, তার বিশ্বজনীন স্বীকৃতির স্মারক হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী ৩ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে ভারতের হয়ে International Institute for Democracy and Electoral Assistance- International IDEA- র সভাপতিত্ব গ্রহণ করতে চলেছেন। 

১৯৯৫ সালে International IDEA প্রতিষ্ঠিত হয়। এটি একটি আন্তঃ-সরকারি প্রতিষ্ঠান। ৩৫টি দেশ এর সদস্য। পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রয়েছে আমেরিকা ও জাপান। 

২০০৩ সাল থেকে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় International IDEA পর্যবেক্ষক হিসেবে রয়েছে। 

ভারত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। এর পরিচালন প্রক্রিয়ায় ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নির্বাচনী গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতেও ভারত সহযোগিতা করে।

৯০ কোটিরও বেশি নির্বাচক নিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত নির্বাচনী পরিচালন ব্যবস্থায় তার বিপুল অভিজ্ঞতা, এই সংগঠনের সভাপতিত্বের সময়ে ভাগ করে নেবে। এতে বিশ্বজুড়ে নির্বাচনী পরিচালন সংস্থাগুলি আরও মজবুত হবে বলে আশা করা যায়। 

বিশদ তথ্যের জন্য এই লিঙ্কে ক্লিক করুন

:https://www.idea.int/datatools/data/country?country=239&database_theme=293

 

SC/SD/CS…


(रिलीज़ आईडी: 2197639) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी