কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরষ্কার - ২০২৫ চালু
প্রধানমন্ত্রীর পুরস্কার ২০২৫ এর ২০৩৫ টি মনোনয়ন পাওয়া গেছে
সারা দেশের মধ্যে ৯৫ শতাংশ জেলা অর্থাৎ ৭৩৭টি জেলা থেকে জন প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরষ্কার ২০২৫ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:29PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫: ভারত সরকার জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার ২০২৫ অর্থাৎ প্রাইম মিনিস্টারস এওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ২০২৫ প্রকল্পটি অনুমোদন করেছে। জনপ্রশাসনে উৎকর্ষতার জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার ২০২৫ সারা দেশে সরকারি কর্মচারীদের অনুকরণীয় কাজকে স্বীকৃতি প্রদানের জন্য তৈরি করা হয়েছে। জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরষ্কারের প্রকল্পের লক্ষ্য হল তিনটি বিভাগের অধীনে সরকারি কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া,
১ম বিভাগঃ ১১টি অগ্রাধিকার খাতে কর্মসূচির আওতায় জেলাগুলির সার্বিক উন্নয়ন। এই বিভাগের অধীনে ৫টি পুরস্কার প্রদান করা হবে।
বিভাগ ২: উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। এই বিভাগের অধীনে ৫টি পুরস্কার প্রদান করা হবে।
বিভাগ ৩: কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগ /রাজ্য ও জেলাগুলির জন্য উদ্ভাবন। এই বিভাগের অধীনে ৬টি পুরস্কার প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর পুরস্কার পোর্টালটি ২০২৫ সালের ১ অক্টোবর চালু করা হয়েছিল। পোর্টালটি ২০২৫ সালের ১লা অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন এবং মনোনয়ন জমা দেবার জন্য চালু করা হয়েছিল।
পিএম অ্যাওয়ার্ডস পোর্টালে ২০৩৫টি মনোনয়ন জমা পড়েছে। প্রাপ্ত মনোনয়নের বিভাগভিত্তিক হিসেব নিম্নরূপ:
(ক) জেলার সার্বিক উন্নয়ন-৫১৩
(খ) উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি- ৪৬৪
(গ) উদ্ভাবন-১০৫৮
পুরষ্কারের জন্য আবেদনগুলির মূল্যায়নের মধ্যে রয়েছে (১) অতিরিক্ত সচিবদের সভাপতিত্বে স্ক্রিনিং কমিটি দ্বারা জেলা/সংস্থাগুলির সংক্ষিপ্ত তালিকা, (২) সচিব, ডি.এ.আর.পি.জি'র সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটি দ্বারা মূল্যায়ন এবং (৩) ক্যাবিনেট সচিবের সভাপতিত্বে ক্ষমতাপ্রাপ্ত কমিটির দ্বারা পুরস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ। পুরস্কারের জন্য ক্ষমতাপ্রাপ্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর পুরস্কার, ২০২৫'এ অন্তর্ভুক্ত থাকবেঃ (১) ট্রফি, (২) স্ক্রোল এবং (৩) পুরষ্কারপ্রাপ্ত জেলা/সংস্থাকে প্রকল্প/কর্মসূচি বাস্তবায়নের জন্য বা জনকল্যাণমূলক যে কোনও ক্ষেত্রে সম্পদের ব্যবধান পূরণের জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হবে।
২০২৬ সালের ২১শে এপ্রিল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সিভিল সার্ভিস দিবসে প্রধানমন্ত্রী এই পুরস্কার প্রদান করবেন।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2197376)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English