কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রবি চাষের আওতায় জমির পরিমাণ ৩০৬ লক্ষ হেক্টর ছাড়িয়ে গেছে

प्रविष्टि तिथि: 24 NOV 2025 7:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫

 

কৃষি ও কৃষককল্যাণ দপ্তর ২১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত রবি চাষের আওতায় আসা জমির খতিয়ান পেশ করেছে। 

গম চাষের আওতায় ২০২৫-২৬ মরশুমে ১২৮.৩৭ লক্ষ হেক্টর জমি এসেছে। ২০২৪-২৫ বর্ষে পরিমাণটি ছিল ১০৭.০৯ লক্ষ হেক্টর – বৃদ্ধির অনুপাত ২১.২৭ শতাংশ। 

ধান চাষের ক্ষেত্রে ২০২৫-২৬ মরশুমে ৮.২৬ লক্ষ হেক্টর জমি এসেছে। আগের বছরের ৭.৫৯ লক্ষ হেক্টরের তুলনায় ০.৬৭ শতাংশ বেশি। 

৭৩.৩৬ লক্ষ হেক্টর জমি ২০২৫-২৬ মরশুমে ডাল চাষের আওতায় এসেছে। আগের বছর পরিমাণটি ছিল ৬৮.১৫ লক্ষ হেক্টর। এক্ষেত্রে বৃদ্ধির অনুপাত ৫.২১ শতাংশ। 

শ্রী অন্ন বা মোটা দানাশস্যের আওতায় ২০২৫-২৬ মরশুমে এসেছে ১৯.৬৯ লক্ষ হেক্টর জমি। আগের বছরের ১৭.২৬ লক্ষ হেক্টরের তুলনায় ২.৪৪ শতাংশ বেশি। 

তৈলবীজ চাষের আওতায় ২০২৫-২৬-এ এসেছে ৭৬.৬৪ লক্ষ হেক্টর জমি। আগের বছরে এই পরিমাণ ছিল ৭২.৬৯ লক্ষ হেক্টর – বৃদ্ধির অনুপাত ৩.৯৪ শতাংশ। 

সার্বিকভাবে ২০২৪-২৫ মরশুমে রবি চাষের আওতায় ছিল ২৭২.৭৮ লক্ষ হেক্টর জমি। এই মরশুমে তা ৩৩.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০৬.৩১ লক্ষ হেক্টরে দাঁড়িয়েছে।

 

SC/AC/DM..


(रिलीज़ आईडी: 2193981) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी