পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউএনএফসিসিসি-র সম্মেলনের ফলাফলকে স্বাগত জানালো ভারত

Posted On: 23 NOV 2025 5:45AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ নভেম্বর ২০২৫

 


ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর ৩০ তম সম্মেলনে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাজিলের বেলেমে ২২.১১.২০২৫ তারিখে এই সম্মেলনের সমাপ্তি ঘটে। 

এক বিবৃতিতে ভারত সিওপি-র প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেছে এবং ভারত জলবায়ু সংক্রান্ত ক্ষেত্রে অর্থের জোগানের  ওপর বিশেষ জোর দিয়েছে। ভারত সন্তোষ প্রকাশ করে বলেছে, সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য হল, জাস্ট ট্রানজিশন মেকানিজম গঠন। এটিকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে ভারত। এর ফলে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সমতা ও জলবায়ু সংক্রান্ত ন্যায় প্রতিষ্ঠা হবে বলে মনে করে ভারত। জলবায়ু সংক্রান্ত ক্ষেত্রে ভারতের নীতিগত দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, দুর্বলতর শ্রেণীর মানুষ, যার একটা বড় অংশ গ্লোবাল সাউথের বাসিন্দা, তাঁদের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। ভারত বিজ্ঞান ভিত্তিক এবং ভারসাম্যমূলক জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের কথা ব্যক্ত করে বলেছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে যথার্থ এবং ন্যায়সঙ্গত ভূমিকা নিতে হবে। 

বিবৃতিতে ভারত তার সমর্থন জানানোর পাশাপাশি ব্রাজিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সকলের মিলিত প্রচেষ্টায় আগামীদিনে সকলের অগ্রগতি সুনিশ্চিত হবে বলে আশাপ্রকাশ করেছে ভারত। 
 


SC/MP/AS


(Release ID: 2193205) Visitor Counter : 4