কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়েম্বাটুর থেকে পিএম-কিষাণ-এর ২১তম কিস্তি প্রদান করলেন

Posted On: 19 NOV 2025 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ নভেম্বর ২০২৫

 


কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান আজ ধানতারিতে রাজ্য স্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ২২২৫ কোটি টাকা মূল্যের গ্রামীণ সড়ক, জাতীয় মাখানা উন্নয়ন পর্ষদের প্রসার, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি-তে সরাসরি সুবিধা প্রদান এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে প্রত্যক্ষ করা গেল, কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দেশজুড়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২১তম কিস্তি প্রদান। পাশাপাশি ছত্তিশগড়ের ২৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেল ৫০০ কোটি টাকা। রাজ্যের উন্নয়ন যাত্রায় অনুষ্ঠানটি একটি নির্ণায়ক হয়ে থাকল কয়েক হাজার কৃষক এবং গ্রামীণ প্রতিনিধিদের উপস্থিতিতে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, অধ্যক্ষ ডঃ রমন সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টোখন সাহু, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, রাজ্যের কৃষি মন্ত্রী রামবিচার নেতাম, মন্ত্রী দয়ালদাস বাঘেল এবং টঙ্কারাম ভার্মা এবং একাধিক জন প্রতিনিধি। 

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২২২৫ কোটি টাকা মূল্যের গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন সংক্রান্ত নথি প্রদান করেন। এই প্রকল্পগুলি ছত্তিশগড়ের প্রায় ৭৮০টি গ্রামকে যুক্ত করবে সব ধরনের মরশুমের উপযোগী রাস্তার মাধ্যমে। তৈরি হবে আড়াই হাজার কিলোমিটারের বেশি নতুন গ্রামীণ সড়ক। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গ্রামীণ ভারতে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে অভূতপূর্ব গতিতে এবং সড়ক সংযোগের প্রসার ঘটলে এই এলাকার অর্থনৈতিক কার্যকলাপ জোরালো হবে। 

শ্রী চৌহ্বান ঘোষণা করেন ছত্তিশগড় এবার থেকে ন্যাশনাল মাখানা ডেভেলপমেন্ট বোর্ডের অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কৃষকরা উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ, মূল্যযুক্তি এবং দেশের বাজারে প্রবেশের বড় সুযোগ পাবেন। 

ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বড় বড় জাতীয় সিদ্ধান্তগুলির কথা উল্লেখ করেন। যেমন, অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণ, জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ উপায়ে ৩৭০ অনুচ্ছেদ বাতিল, মহিলাদের সংরক্ষণ আইন পাশ এবং জাতীয় নিরাপত্তাকে জোরদার করতে সংস্কার। তিনি এই সব সিদ্ধান্তকে উন্নয়ন এবং আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতের যাত্রাপথে ঐতিহাসিক মাইলফলক বলে বর্ণনা করেন। 

শ্রী চৌহ্বান ছত্তিশগড়ে নকশালপন্থীদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার উল্লেখ করেন। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পথনির্দেশে নকশাল বিরোধী সমন্বিত অভিযান হিংসাত্মক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এখন তা চূড়ান্ত পর্যায়ে। রাজ্যের উন্নয়ন, লগ্নিকরণের উপযুক্ত পরিবেশ এবং গ্রামাঞ্চলে শান্তির জন্য এটাকে তিনি রূপান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেন। 

কেন্দ্রীয় মন্ত্রী বর্তমান রাজ্য সরকারের প্রয়াসেরও প্রশংসা করেন। তিনি বলেন, আগে দুর্নীতি এবং কমিশন নির্ভর কার্যকলাপে কেন্দ্রীয় কর্মসূচিগুলির যথাযথ রূপায়ণ হতো না। কিন্তু বর্তমানে স্বচ্ছতার সঙ্গে সরাসরি সুবিধা পৌঁছোচ্ছে কৃষক, গ্রামের মানুষ এবং মহিলাদের কাছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার কৃষক এবং গ্রামবাসী। কৃষি প্রযুক্তি, গ্রামীণ পরিকাঠামো, মহিলাদের স্বনির্ভরগোষ্ঠী ইত্যাদি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। 

রাজ্য গঠনের ২৫ বছর পূর্ণ হওয়ায় শ্রী চৌহ্বান অভিনন্দন জানিয়ে বলেন, এই রাজ্য গঠন হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাবনা অনুসারে। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার ছত্তিশগড়কে অন্যান্য উন্নত রাজ্যের মতো প্রথম সারিতে নিয়ে যেতে দায়বদ্ধ। 


SC/AP/AS


(Release ID: 2192085) Visitor Counter : 6