আয়ুষ
প্রাকৃতিকভাবে জীবনযাপনে ও গান্ধীবাদী মূল্যবোধের উপর জোর দিয়ে ভারত পুনের নিসর্গ গ্রামে অষ্টম প্রাকৃতিক চিকিৎসা দিবস পালন করছে
Posted On:
18 NOV 2025 10:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ নভেম্বর, ২০২৫
অষ্টম প্রাকৃতিক চিকিৎসা দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান পুনের ইয়েউয়ালিয়াড়ির নিসর্গ গ্রামে আয়োজন করা হয়। সামগ্রিক স্বাস্থ্য এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপাথি (এনআইএন) আয়োজিত তিনদিনের এই অনুষ্ঠানে সাধারণ নাগরিক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় যোগ দেন।
অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত বলেন, ‘প্রাকৃতিক চিকিৎসা কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়; এটি এমন এক জীবনযাপনে উৎসাহিত করে, যা প্রকৃতির মধ্যে বসবাসে সামঞ্জস্য স্থাপন করে। মহাত্মা গান্ধী এই দর্শন দেশকে উপহার দিয়েছিলেন। তিনি একটি সুস্থ, সাবলম্বী সমাজ গঠনে জোর দেন। মহাত্মা গান্ধীর কর্মভূমি নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি এই দৃষ্টিভঙ্গিতে সমর্থন জানায়। সুষম খাদ্য গ্রহণ, ব্যায়াম, ইতিবাচক চিন্তাভাবনা এবং সুশৃঙ্খল জীবনযাপন জীবনকে নিরাময় করতে সাহায্য করে। প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় স্থূলতা হ্রাস অভিযানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য যথাযথ জীবনযাপন, রাসায়নিক মুক্ত খাদ্যাভাস এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা অপরিহার্য। বর্তমান দ্রুতগতির বিশ্বে জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত রোগগুলি ক্রমশ বাড়ছে। যোগব্যায়াম এবং প্রাকৃতিকভাবে জীবনযাপনে আমাদের জোর দিতে হবে। আমরা যদি প্রকৃতির প্রতি সৎ থাকি এবং যথাযথ প্রতিদান দেই, তবে পৃথিবীর স্বাস্থ্য উন্নত হবে।’
অনুষ্ঠানে এনআইএন একটি বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করে। এছাড়াও মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ, স্লোগান, ক্যুইজ, বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও দাদাজী ডঃ দীনেশ কে মেহেতা পুরস্কার এবং ডঃ এসএন মূর্তি পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ কবিতা জৈন, পুনের পোস্ট মাস্টার জেনারেল সুচিতা যোশী এবং এনআইএন-এর ভারপ্রাপ্ত পরিচালক অমরেন্দ্র সিং।
SC/PM/SKD
(Release ID: 2191598)
Visitor Counter : 5