প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী গোয়ায় আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন

Posted On: 09 NOV 2025 10:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ নভেম্বর, ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে যুব সমাজের বর্ধিত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, এই ধরনের অনুষ্ঠান ফিট ইন্ডিয়া আন্দোলনের লক্ষ্যে বিশেষ অবদান রাখে। শ্রী মোদী বলেছেন, “অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন। অন্যদের সঙ্গে আমাদের দুই তরুণ দলীয় সহকর্মী আন্নামালাই এবং তেজস্বী সূর্য সাফল্যের সঙ্গে আয়রনম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করায় আমি আনন্দিত।”

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

“গোয়ায় আজ অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩-এর মতো অনুষ্ঠানে অধিক সংখ্যায় তরুণদের যোগদানে আমি আনন্দিত। #ফিট ইন্ডিয়া আন্দোলনের লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানের অবদান আছে। যাঁরা যোগদান করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন। অন্যদের সঙ্গে আমাদের দুই তরুণ দলীয় সহকর্মী আন্নামালাই এবং তেজস্বী সূর্য সাফল্যের সঙ্গে আয়রনম্যান ট্রায়াথলন সম্পূর্ণ করায় আমি আনন্দিত।”

@annamalai_k
 
@Tejasvi_Surya

 


SC/AP/SKD


(Release ID: 2188276) Visitor Counter : 4