সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম) জাতীয় গান "বন্দে মাতরম" এর ১৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে
Posted On:
07 NOV 2025 1:56PM by PIB Agartala
নয়াদিল্লী, ৭ নভেম্বর ২০২৫: জাতীয় সংখ্যালঘু কমিশন (এনসিএম) ৭ই নভেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সের ব্লক ৩-এর কনফারেন্স হলে জাতীয় গান "বন্দে মাতরম" -এর ১৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় কমিশনের সচিব, শ্রীমতী অলকা উপাধ্যায়, কমিশনের কর্মকর্তাদের নিয়ে "বন্দে মাতরম" গানের অনুষ্ঠানে সকলের সাথে অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের সরাসরি সম্প্রচার শোনেন।
২০২৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত "বন্দে মাতরম"-এর ১৫০ বছর পূর্তি। জানা যায় যে গানটি ১৮৭৫ সালের ৭ নভেম্বর অক্ষয় নবমীতে লেখা হয়েছিল। এই কালজয়ী জাতীয় গান ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেম, গর্ব এবং ঐক্যের গভীর অনুভূতি জাগিয়ে তুলেছিল। জাতীয় সংখ্যালঘু কমিশন আগামী সপ্তাহে জাতীয় গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করবে।
*****
PS/SG/AGT
(Release ID: 2187317)
Visitor Counter : 12