যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ঘূর্ণিঝড় মন্থা-র সময়ে টেলি পরিষেবা অব্যাহত রাখতে টেলি যোগাযোগ দপ্তরের ব্যাপক প্রস্তুতি
Posted On:
28 OCT 2025 9:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় মন্থা-র সময়অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে টেলি পরিষেবা অব্যাহত রাখতে টেলিযোগাযোগ দপ্তর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
টেলিযোগাযোগ নেটওয়ার্কের পরিস্থিতির উপর নজরদারির জন্য বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশ, এলএসএ অফিসে ২৪ ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সমন্বয়সাধন এবং জেলা প্রশাসন ও জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় যে কোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
টেলি পরিষেবা প্রদানকারীদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পরিষেবা, পর্যাপ্ত জ্বালানি মজুত, আপৎকালীন বিদ্যুৎ-এর ব্যবস্থা এবং যেসব জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে সেখানে তৃণমূল স্তরের কর্মীদের প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসারে টেলি যোগাযোগ বিভাগ আন্তঃসার্কেল রোমিং এবং সব নেটওয়ার্কে সেল ব্রডকাস্ট টেস্টিং-এর কাজ সম্পন্ন করেছে।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব পরিষেবা প্রদানকারীর ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির সেল ব্রডকাস্টের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, এটি এখন ব্যবহার করা হচ্ছে।
পরিষেবা প্রদানকারীদের কল-অন-হুইলস ইউনিট এবং মোবাইল বিটিএস সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং রাজ্য টেলি যোগাযোগ দপ্তরের মধ্যে সমন্বয় বৈঠক করা হয়েছে।
আরও জানতে টেলি যোগাযোগ দপ্তরের পোস্ট দেখুন –
X - https://x.com/DoT_India
Insta- https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa
SC/SD/SKD
(Release ID: 2183674)
Visitor Counter : 4