প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

রোজগার মেলায় ভাষণ প্রধানমন্ত্রীর

Posted On: 24 OCT 2025 12:27PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন। তিনি বলেন, এবছর আলোর উৎসব দীপাবলি প্রত্যেকের জীবনকে নতুনভাবে আলোকিত করেছে। উৎসব উদযাপনের মধ্যেই স্থায়ী নিয়োগপত্র পাওয়া আনন্দকে নতুন মাত্রা দিয়েছে যা উৎসবের আনন্দের পাশাপাশি, কর্মসংস্থান সাফল্যকে উপভোগেরও। শ্রী মোদী বলেন, আজ দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতী এই আনন্দ লাভ করলেন। তাদের পরিবারের কাছে এটি এক বিরাট আনন্দের পরিপূরক জানিয়ে প্রধানমন্ত্রী সমস্ত চাকুরিপ্রাপক ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তাদের জীবনে এই নতুন অধ্যায়ের সাফল্য কামনা করেছেন তিনি।

চাকরিতে নবনিযুক্ত যুবক-যুবতীদের স্বপ্নপূরণে তাদের উৎসাহ, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং যে আত্মবিশ্বাসের জন্ম নিয়েছে তার উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই উদ্যম দেশসেবায় ভালোবাসা যুক্ত হলে তা ব্যক্তিগত সাফল্যকে ছাপিয়ে গিয়ে দেশের জয়ের শরিক হয়ে ওঠে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আজকের এই নিয়োগপত্র প্রাপ্তি কেবলমাত্র সরকারি চাকরিকে ঘিরেই নয়, বরং দেশ গঠনের কাজে সক্রিয় যোগদানের এক সুযোগও বটে। তিনি আস্থা ব্যক্ত করে বলেন, নবনিযুক্তরা নিষ্ঠা, সততার সঙ্গে কাজ করে ভবিষ্যতের জন্য উন্নত ব্যবস্থা গড়ে তোলার এক নির্ণায়ক ভূমিকা পালন করবেন। চাকুরি ক্ষেত্রে নবনিযুক্তদের প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, 'নাগরিক দেব ভব'-র কথা। যা আত্মত্যাগ এবং সেবার উদ্যমকে কাজের মধ্যে দিয়ে তুলে ধরে।

তিনি বলেন, বিগত ১১ বছর ধরে উন্নত ভারত গড়ে তোলার সংকল্প নিয়ে দেশ এগিয়ে চলেছে। এই যাত্রাপথে যুব সম্প্রদায় অনন্য ভূমিকা পালন করছেন। তিনি আর-ও বলেন, যুবদের সশক্তিকরণ তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্র। রোজগার মেলা ভারতীয় যুব সম্প্রদায়ের আকাঙ্খা পূরণে এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে এই রোজগার মেলার মাধ্যমে ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই প্রয়াসসমূহ কেবলমাত্র সরকারি কাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সাড়ে ৩ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে সরকার ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করেছে। তিনি আরও বলেন, স্কিল ইন্ডিয়া মিশনের মতো উদ্যোগ যেমন, যুব সম্প্রদায়কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে সেইসঙ্গে নতুন সম্ভাবনার ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মতন মঞ্চেও তাদেরকে যুক্ত করছে। তিনি বলেন, এই মঞ্চের মাধ্যমে যুব সম্প্রদায়ের কাছে ইতোমধ্যেই ৭ কোটিরও বেশি শূণ্যপদের তথ্য প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী ‘প্রতিভা সেতু পোর্টাল’-এর মতন এক বড় উদ্যোগের ঘোষণা করেন যা ইউপিএসসি-তে যেসব প্রার্থীরা চূড়ান্ত তালিকায় পৌঁছেছেন অথচ নির্বাচিত হননি তাদের দিকে তাকিয়ে। তিনি বলেন, তাঁদের প্রয়াস ব্যর্থ হবে না। সরকারি এবং বেসরকারি সংস্থা উভয়েই এই পোর্টাল মারফত মেধাবি তরুণ-তরুণীকে কাজে যুক্ত করছে। যুব শক্তির এই সর্বোত্তম ব্যবহার বিশ্বের কাছে ভারতীয় যুব সম্প্রদায়ের সম্ভাবনাকে তুলে ধরবে।

জিএসটি বাঁচত উৎসবের মধ্যে দিয়ে উৎসবের মরশুম সমৃদ্ধ হয়েছে। দেশজুড়ে জিএসটি হারে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানো হয়েছে। সংস্কারের এই প্রভাব ক্রেতাদের সঞ্চয়ের অতিরিক্ত পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার হিসেবে কর্মসংস্থানের সুযোগকে প্রসারিত করছে। প্রাত্যহিক ব্যবহারিক দ্রব্য সামগ্রী সস্তা হলে চাহিদা বাড়ে। বর্ধিত চাহিদাই উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলের প্রসার ঘটায়। কারখানাগুলোকে বর্ধিত উৎপাদন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, ফলে জিএসটি বাঁচত উৎসব এক কর্মসংস্থানের উৎসবে রূপান্তরিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ধনতেরাস এবং দীপাবলিতে রেকর্ড সৃষ্টিকারী বিক্রি পুরোনোকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়েছে। দেশের অর্থনীতিতে জিএসটি সংস্কার নতুন মাত্রার সংযোজন ঘটিয়েছে। তিনি বলেন, এইসব সংস্কারের সদর্থক প্রভাব পড়েছে এমএসএমই ক্ষেত্র এবং খুচরো ব্যবসায়। ফলে, তা নির্মাণ, লজিস্টিকস, প্যাকেজিং এবং বন্টনক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলেছে।

শ্রী মোদী বলেন, ভারত বর্তমানে বিশ্বের সর্বাধিক তারুণ্যের দেশ বলে পরিগণিত। ভারতের এই যুবশক্তি অন্যতম সর্বোত্তম শক্তি। তিনি বলেন, এই বিশ্বাস এবং আস্থাই বৈদেশিক নীতি সহ সমস্ত ক্ষেত্রে দেশের অগ্রগতিতে পথ দেখাবে। এই বৈদেশিক নীতি এখন তরুণ ভারতীয়দের স্বার্থের কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ভারতের কূটনৈতিক আলোচনা এবং বিশ্বের নানা দেশের সঙ্গে সমঝোতা স্বাক্ষরে যুব সম্প্রদায়ের প্রশিক্ষণ, দক্ষতা বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিকে যুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ব্রিটেন সফরে উভয় দেশই কৃত্রিম মেধা, ফিনটেক এবং পরিবেশবান্ধব জ্বালানী ক্ষেত্রে বিনিয়োগ প্রসারে সম্মত হয়েছে। ভারত এবং ব্রিটেনের মধ্যে কয়েকমাস আগে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নতুন সম্ভাবনার দরজাকে খুলে দেবে। অনুরূপভাবেই নানা ইউরোপীয় দেশের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা হাজার হাজার নতুন কাজের সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী বলেন, ব্রাজিল, সিঙ্গাপুর, কোরিয়া এবং কানাডার মতো দেশগুলির সঙ্গে চুক্তি বিনিয়োগের প্রসার ঘটাবে, স্টার্টআপ এবং এমএসএমই গুলিকে সহায়তা জোগাবে এবং বৈশ্বিক ক্ষেত্রে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী বলেন, আজ যে সাফল্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে, কর্মক্ষেত্রে নতুন নিযুক্তির মধ্যে আগামীদিনে উল্লেখযোগ্য অবদানকে প্রত্যক্ষ করবে। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যপথে তাকে এক নিরন্তর প্রয়াস হিসেবে আখ্যায়িত করেন তিনি। তরুণ কর্মযোগীরা এই সংকল্পকে বাস্তব রূপ দেবে বলে অভিমত প্রকাশ করেন, প্রধানমন্ত্রী। এই যাত্রাপথে ‘i-Got Karmayogi Bharat Platform’-এর উপযোগিতাকে তুলে ধরে তিনি বলেন, প্রায় দেড় কোটি সরকারি কর্মচারি এর মাধ্যমে ইতিমধ্যেই নানা বিষয়ে জ্ঞানার্জন করেছেন। নবনিযুক্তদেরও এই মঞ্চে যোগদানের জন্য উৎসাহ দেন তিনি। এটি তাদের মধ্যে নব কর্মসংস্কৃতি এবং সুশাসনের স্পৃহা গড়ে তুলবে। শ্রী মোদী তাঁর ভাষণ শেষে বলেন, তাদের এই প্রয়াসের মধ্যে দিয়ে ভারতের ভবিষ্যৎ গড়ে উঠবে এবং দেশবাসীর স্বপ্ন বাস্তবায়িত হবে। সকল নবনিযুক্তকে তিনি আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

*****

PS/KMD


(Release ID: 2182220) Visitor Counter : 5
Read this release in: English