প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং আসিয়ানের সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন
ভার্চুয়াল মাধ্যমে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
Posted On:
23 OCT 2025 10:13AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন।
আলাপচারিতার সময়, শ্রী মোদী আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিমকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি মালয়েশিয়ার নেতৃত্বে আসন্ন আসিয়ান-সম্পর্কিত শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়াল মাধ্যমে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন এবং আসিয়ান-ভারত ব্যাপক কৌশলগত সহযোগীতাকে আরও শক্তিশালী করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সমাজমাধ্যম এক্স-এর এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
“আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আন্তরিক বাক্যালাপ হয়েছে। মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যান হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানাই এবং আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই। ভার্চুয়াল মাধ্যমে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য এবং আসিয়ান-ভারত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
@anwaribrahim”
*****
PS/SG
(Release ID: 2181848)
Visitor Counter : 4