ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়
ভারত জুড়ে দায়িত্বের সঙ্গে এআই ব্যবহার বাড়াতে পিএসএ অধ্যাপক অজয় কুমার সুদ সূচনা করলেন ‘এআই প্লেবুকস ফর এগ্রিকালচার আ্যান্ড এসএমইজ’ এবং ‘এআই স্যান্ডবক্স হোয়াইট পেপার’-এর
Posted On:
22 OCT 2025 2:21PM by PIB Kolkata
নতুন দিল্লি ২২ অক্টোবর ২০২৫
ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদ তিনটি বই প্রকাশ করলেন ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিইএফ), সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ড্রান্ট্রিয়াল রেভেলিউশন (সিফোরআইআর) ইন্ডিয়ার নেতৃত্বে এআই ফর ইন্ডিয়া ২০৩০ কর্মসূচিতে। এই তিনটি বই হল :
• ‘ফিউচার ফার্মিং ইন ইন্ডিয়া : এআই প্লেবুক ফর এগ্রিকালচার’
• ‘ট্রান্সফর্মিং স্মল বিজনেসেস : অ্যান্ড এআই প্লেবুক ফর ইন্ডিয়াজ এসএমইজ’
• ‘শেপিং দি এআই স্যান্ডবক্স ইকোসিস্টেম ফর দি ইন্টিলিজেন্ট এজ : হোয়াইট পেপার’
ওপিএসএ এবং এমইআইটিওয়াই-এর দিকনির্দেশনায় বহু পক্ষ বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচালনায় সূচিত হওয়া এআই ফর ইন্ডিয়া ২০৩০ উদ্যোগের লক্ষ্য রণকৌশলগতভাবে এবং আন্তর্জাতিক প্রাসঙ্গিকতার সঙ্গে সম্পর্কযুক্ত একটি কাঠামো গড়ে তোলা।
প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইজার(পিএসএ) অধ্যাপক সুদ বলেন, “ভারতের এআই যাত্রা শুরু হয়েছে তৃণমূল স্তরে রূপান্তরের জন্য। সময়োচিত এই প্লেবুকগুলি এআই-কে অন্তর্ভুক্তিমূলক এবং প্রভাবকারী হিসেবে গড়ে তুলতে পরিষ্কার রণকৌশল দেয়, যাতে আমাদের কৃষক, উদ্যোগপতি এবং সারা দেশের মানুষের জন্য উন্নত প্রযুক্তির প্রকৃত উপকার সুনিশ্চিত করা যায়। দেশের বৃদ্ধির জন্য এই করণীয় পথনির্দেশটির রূপায়ণে সকলকে একযোগে কাজ করার আবেদন জানাই আমি। বিভিন্ন দফতর এবং উদ্যোগের সম্মিলন প্রতিফলিত হয়েছে এই রিপোর্টগুলিতে, যাকে পরিবর্তিত করতে হবে সুস্থায়ী গতিতে এবং সমাজ জুড়ে এআই-কে আরও বেশি করে গ্রহনযোগ্য যাতে করে তোলা যায়”।
প্রতিটি প্রকাশনাতেই সরকার, শিল্প, স্টার্টআপ এবং রূপায়ণকারীর সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
‘ফিউচার ফার্মিং ইন ইন্ডিয়া’ প্লেবুকে উৎপাদন বৃদ্ধি করতে, ঝুঁকি কমাতে এবং বাজারের সুবিধা দেওয়ার লক্ষ্যে অসংখ্য কৃষকের জন্য এআই ব্যবহারের প্রাথমিক পাঠ দেওয়া হয়েছে। এর মূলে আছে ইমপ্যাক্ট এআই কাঠামো; যে সমন্বয়ের পথ দেখাচ্ছে, যেখানে সরকার নীতির মাধ্যমে সক্রিয় করে, শিল্প স্যান্ডবক্স-এর মাধ্যমে সমাধান দেয় এবং প্রথম সারির কর্মীরা কৃষকদের যন্ত্রপাতি দেয়। এর রূপায়ণে স্থানীয় নেটওয়ার্ক এবং আঞ্চলিক ভাষা প্রসারিত হয়, যাতে এআই পরামর্শ সুষ্ঠুভাবে প্রতিদিনের কৃষি সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় ঘটায়।
‘ট্রান্সফর্মিং স্মল বিজনেসেস’ প্লেবুকটি ভারতে এসএমইগুলিকে উৎপাদন, ঋণ, বাজারের সুবিধার সমস্যাগুলির মোকাবিলায় পথ দেখাতে সাহায্য করে। ইমপ্যাক্ট এআই কাঠামো আছে এরও কেন্দ্রে।
এমএসএমই সচিব শ্রী দাশ বলেন, “এমএসএমইগুলির ওপর যে জোর দেওয়া হয়েছে, তা সময় অনুযায়ী এবং রণকৌশলগত। এইসব ক্ষেত্রে এআই-এর ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। এই প্রকাশনার পর শিল্পমহল এবং স্টার্ট-আপদের সঙ্গে একযোগে কাজ করার দিকে আমরা তাকিয়ে আছি, যাতে এই ভাবনাগুলিকে বাস্তবে রূপ দেওয়া যায়। যাতে ছোট ছোট ব্যবস্যাগুলি সরাসরি উপকার পেতে পারে”।
এআই স্যান্ডবক্স হোয়াইট পেপার এআই-এর পরীক্ষা এবং পরিমাপ করতে নিয়ন্ত্রিত পরিবেশ স্থাপনের জন্য রণকৌশলগত এবং কার্যকরী কাঠামো প্রদান করেছে, যাতে সমাধানগুলি হয় নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং ভারতের অগ্রাধিকারগুলির সঙ্গে সম্পর্কযুক্ত।
*****
SSS/AP/CS…
(Release ID: 2181805)
Visitor Counter : 5