যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
মিশন মোডে অগ্রগতি: ডাক বিভাগে বিশেষ অভিযান ৫.০-এর মাঝামাঝি পর্যন্ত অর্জিত উপলব্ধি
Posted On:
18 OCT 2025 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৫
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ডাক বিভাগ, সমগ্র দেশের ডাক প্রতিষ্ঠানগুলিতে বাস্তবায়িত বিশেষ অভিযান ৫.০-এর মাঝামাঝি পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করেছে।
এই অভিযানের উদ্দেশ্য পরিচ্ছন্নতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিচারাধীন মামলার সংখ্যা কমানো এবং দক্ষ রেকর্ড ব্যবস্থাপনার প্রচারের লক্ষ্যে পরিচালিত এই কর্মসূচিতে ডাক সার্কেল, আঞ্চলিক অফিস, ডাক বিভাগ, বাছাই অফিস এবং সকল স্তরের ডাকঘর - প্রধান ডাকঘর থেকে শুরু করে শাখা ডাকঘর - সকলের উৎসাহজনক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এই প্রচারের অধীনে এখন পর্যন্ত অগ্রগতির মধ্যে রয়েছে:
* পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত: ১,২৫,০০০ ডাকঘরের মধ্যে প্রায় ৪৭,৩৫৮-টি ডাকঘরকে স্বচ্ছতা কর্মসূচির আওতায় আনা হয়েছে এটি পরিষ্কার, সুসংগঠিত এবং নাগরিক-বান্ধব পরিবেশ নিশ্চিত করে।
* ডাক চৌপাল: ডাক চৌপাল হল নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ যা নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য গৃহীত। এখন পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪,৯৫২-টি ডাক চৌপাল পরিচালিত হয়েছে।
* অমীমাংসিত ফাইলের অপসারণ/নিষ্পত্তি: প্রায় ৩২,২৪৯টি বাস্তব ফাইল পর্যালোচনা করা হয়েছে, এবং ৭,৬১১টি ফাইল অপ্রয়োজনীয় ফাইল বন্ধ করা হয়েছে, যার ফলে অফিসের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
* জনসাধারণের অভিযোগ নিষ্পত্তি: ৫৭,৯৬১-টিরও বেশি বিচারাধীন জনসাধারণের অভিযোগ এবং আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
* স্থান ব্যবস্থাপনা: রেকর্ড ব্যবস্থাপনা/ডিজিটাইজেশন এবং অপ্রচলিত উপকরণ অপসারণের মাধ্যমে প্রায় ১৩,০৪৯ বর্গফুট স্থান খালি করা হয়েছে।
* বর্জ্য অপসারণ থেকে রাজস্ব: অপ্রয়োজনীয় জিনিসপত্র এবং বর্জ্য পদার্থ বিক্রি করে ৩২, ৪৮,২১৬ টাকা আয় হয়েছে।
সৌন্দর্যবর্ধন অভিযানের অংশ হিসেবে, সারা দেশের ডাকঘরগুলি তাদের প্রাঙ্গণগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। এছাড়া, ডাক বিভাগের ঐতিহ্য এবং জনসচেতনতার বিষয়বস্তু চিত্রিত করে দেওয়াল শিল্প দিয়ে সজ্জিত করেছে ।
এছাড়াও, সার্কেলগুলি "বেস্ট আউট অফ ওয়েস্ট" এর অংশ হিসেবে বর্জ্য পদার্থ থেকে সাজসজ্জার জিনিসপত্র তৈরিতে গভীর আগ্রহ দেখিয়েছে ।
প্রচার অভিযানের দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত অর্জিত সাফল্যগুলিকে একীভূত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ্যাস নিশ্চিত করা এবং ডাক বিভাগে জবাবদিহিতা ও দক্ষতার সংস্কৃতি মজবুত করার উপর নজর দেওয়া হবে।
******
SSS/PM/NS…
(Release ID: 2180990)
Visitor Counter : 5