সংস্কৃতিমন্ত্রক
ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ ফিরিয়ে আনতে রাশিয়ায় পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল
Posted On:
18 OCT 2025 11:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৫
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল গভর্নর শ্রী মনোজ সিনহা বলেছেন যে, কাল্মিকিয়ায় ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ প্রদর্শন ভারত ও রাশিয়ার জনগণের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে। "শাক্যমুনি বুদ্ধের সোনালী আবাস" নামে পরিচিত গেডেন শেডুপ চোইকোরলিং মঠে সংরক্ষিত অবশেষের প্রতি শ্রদ্ধা নিবদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন যে, কাল্মিকিয়ায় ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ প্রদর্শন একটি যুগান্তকারী ঘটনা যা ইউরোপের একমাত্র বৌদ্ধ জাতি কাল্মিক জনগণের বিশ্বাসের পরিচায়ক। এটি ভারত ও রাশিয়ার মধ্যে আধ্যাত্মিক বন্ধুত্বের এক শক্তিশালী সেতু হিসেবে গড়ে উঠেছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পবিত্র অবশেষে "খটক” উপহার দেন এবং একটি প্রদীপ প্রজ্জ্বলন করেন। তিনি বাকুলা রিনপোচের সামনে প্রার্থনা করেন। শ্রী সিনহা শাজিন লামাকে একটি কাশ্মীরি শাল উপহার দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন।
প্রজাতন্ত্রের রাজধানী এলিস্তায় প্রদর্শনীর পর ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ ভারতে ফিরিয়ে আনতে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা শুক্রবার রাশিয়ায় পৌঁছেছেন। কাল্মিকিয়ায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শ্রী সিনহা। কাল্মিকিয়া সরকারের প্রথম উপ-চেয়ারম্যান, সেরেনভ এরদনি নিকোলায়েভিচ, উপ-চেয়ারম্যান জাম্বিনভ ওচির ভ্লাদিমিরোভিচ এবং ভারতের ডেপুটি চিফ অফ মিশন শ্রী নিখিলেশ গিরি তাঁকে স্বাগত জানান। প্রতিনিধিদলটি ১৯ অক্টোবর ২০২৫ তারিখে পবিত্র অবশেষ ভারতে ফিরিয়ে আনবে।
এর আগে, শ্রী সিনহা এক্স বার্তায় তাঁর কাল্মিকিয়ায় যাত্রার কথা ঘোষণা করেন। তিনি এই বিশেষ সুযোগ দেবার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানান। 'ওম মামো বুদ্ধায়'।
****
SSS/PM/NS…
(Release ID: 2180989)
Visitor Counter : 4