PIB Headquarters
রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি : রেপো রেট অপরিবর্তিত, জিডিপি-র আরও উন্নতির বার্তা
Posted On:
01 OCT 2025 3:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রেখে ৫.৫০ শতাংশ ধার্য করেছে।
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে জিডিপি-র অগ্রগতি আগের ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮ শতাংশের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরবিআই ২০২৫-২৬ অর্থবর্ষে সিপিআই মুদ্রাস্ফীতির হার ৩.১ শতাংশ থেকে কমে ২.৬ শতাংশের ইঙ্গিত দিয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের বর্তমান আর্থিক ঘাটতি জিডিপি-র ০.২ শতাংশে দাঁড়িয়েছে, গত বছর এই হার ছিল ০.৯ শতাংশ।
আর্থিক নীতি সংক্রান্ত কমিটির ৫৭তম বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্ক ২০২৫-এর ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তার আর্থিক নীতি রিপোর্ট (অক্টোবর, ২০২৫) প্রকাশ করেছে। তাতে রেপো রেট ৫.৫০ শতাংশ রাখা হয়েছে। রিপোর্টে আর্থিক অগ্রগতির পাশাপাশি, আর্থিক স্থায়িত্বেরও বার্তা দেওয়া হয়েছে।
আরও জোরদার অগ্রগতি
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে জিডিপি-র অগ্রগতির হার আগের ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮ শতাংশের পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র হার আগের ত্রৈমাসিকের ৭.৪ শতাংশ থেকে বেড়ে ৭.৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের সাতটি ত্রৈমাসিকের তুলনায় সবচেয়ে দ্রুত।
২০২৫-২৬ অর্থবর্ষে অগ্রগতি ধরা হয়েছে ৬.৮ শতাংশ, ২০২৬-২৭-এ এই অগ্রগতি ৬.৬ শতাংশে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থাগুলিরও অগ্রগতির পক্ষে বার্তা
বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ভারতের শক্তিশালী আর্থিক অগ্রগতির সম্ভাবনার বার্তা দিয়েছে। এগুলি হল - আইএমএফ (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৪ শতাংশ), ফিচ (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৯ শতাংশ, আর্থিক বর্ষ ’২৭ : ৬.৩ শতাংশ), এসঅ্যান্ডপি গ্লোবাল (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৫ শতাংশ), রাষ্ট্রসঙ্ঘ (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৩ শতাংশ, আর্থিক বর্ষ ’২৭ : ৬.৪ শতাংশ), সিআইআই (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৪-৬.৭ শতাংশ) এবং ওইসিডি (আর্থিক বর্ষ ’২৬ : ৬.৭ শতাংশ)।
মূল্যের ক্ষেত্রে স্থিতিশীলতা
২০২৫-২৬ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক সিপিআই মুদ্রাস্ফীতির হার ৩.১ শতাংশ থেকে কমে ২.৬ শতাংশের পূর্বাভাস দিয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৫-এ জিএসটি সংস্কারের পর কর ব্যবস্থা সহজ হয়েছে এবং ভোগ্যপণ্যের দাম কমেছে।
আন্তর্জাতিক চাহিদায় স্থিতিশীলতা
ভারতের বর্তমান আর্থিক ঘাটতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র ০.২ শতাংশে দাঁড়িয়েছে, আগের বছর এই হার ছিল ০.৯ শতাংশ।
আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের বাণিজ্যিক রপ্তানি ২.৫ শতাংশ (এপ্রিল-আগস্ট, ২০২৫) বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমদানি বেড়েছে ২.১ শতাংশ।
এপ্রিল-জুলাই, ২০২৫-এ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭.৭ বিলিয়ন ডলার। মোট অর্থের যোগান বেড়েছে ১০.৮ বিলিয়ন ডলার। সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী এবং নেদারল্যান্ডস মিলিয়ে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অবদান ৭৬ শতাংশ।
২০২৫-২৬ অর্থবর্ষের ৩১ সেপ্টেম্বর পর্বে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ভারতের শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী গতি বজায় রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর পর্বে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ৩.৯ শতাংশ।
উপসংহার
২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর পর্বে ভারতের আর্থিক স্থিতিশীলতা বজায় রয়েছে। বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যয় বেড়েছে। মুদ্রাস্ফীতি নির্ধারিত হারের নিচে রয়েছে। জিএসটি সংস্কারের ফলে খাদ্যপণ্যের দাম কমেছে।
তথ্যসূত্র :
RBI
https://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/MPR011020257F52BDBF1F184AE0A627BD9CEB1580FB.PDF
IMF
https://www.imf.org/en/Countries/IND
News on Air
https://www.newsonair.gov.in/fitch-ratings-upgrades-indias-economic-growth-forecast-to-6-9/
S&P Global
https://www.spglobal.com/en/research-insights/special-reports/india-forward/shifting-horizons/how-indian-economic-growth-realigns-with-shifting-global-trends
PIB Headquarters
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155121&ModuleId=3
DD News
https://ddnews.gov.in/en/indias-gdp-growth-projected-at-6-4-6-7-for-fy26-cii/
OECD
https://www.oecd.org/en/publications/oecd-economic-outlook-interim-report-september-2025_67b10c01-en.html
পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025101654901.pdf
SSS/MP/DM
(Release ID: 2176721)
Visitor Counter : 6