যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জন্য ইন্ডিয়া সানডেস এবং সাইকেলের বিশেষ সংস্করণে অংশ নেবেন ডঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 04 OCT 2025 4:58PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৪ অক্টোবর ২০২৫৷৷ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের জমকালো আয়োজনের জন্য ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন এবং শত শত শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিক সাইক্লিং র্যা লিতে অংশ নেবেন যা স্বাস্থ্য ও স্থায়িত্বের জন্য একটি জনআন্দোলনে পরিণত হয়েছে।

এই উপলক্ষে ডঃ মান্ডভিয়া বলেছেন, "আসুন এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের গুরুদের উদযাপন করি যারা জাতিকে রূপ দেন। আমি তরুণ ও বৃদ্ধ সকল নাগরিককে আগামীকালের ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল-এ যোগদানের জন্য অনুরোধ করছি এবং নিজেদেরকে সুস্থ ও ফিট থাকার এবং আরও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য প্রচেষ্টা করার অঙ্গীকার করছি৷" 

আগামীকালের ইভেন্টে তারকা শক্তি হিসেবে যোগ দেবেন ক্রীড়াবিদ এবং ফিটনেস প্রভাবশালী ব্যক্তিরা, যার মধ্যে রয়েছে: শচীন যাদব, ভারতের উদীয়মান জ্যাভলিন থ্রোয়ার যিনি ২০২৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন এবং ২০২৫ টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।

তানিয়া সচদেব, আন্তর্জাতিক মাস্টার (আইএম) এবং মহিলা গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম), দুইবারের ভারতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন এবং জনপ্রিয় দাবা ভাষ্যকার।

অভিষেক নাইন, অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী (প্যারিস ২০২৪), ২০২২ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী এবং ২০২২ এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী এবং ভারতের এশিয়া কাপ ২০২৫-জয়ী হকি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
রোহতাশ চৌধুরী, 'ভারতের পুশ-আপ ম্যান' নামে পরিচিত।

শিক্ষা বিভাগ, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, লেডি শ্রী রাম কলেজের প্রতিনিধি এবং সাধারণ নাগরিক সহ প্রায় ১০০০ জন অংশগ্রহণকারী আগামীকাল সাইক্লিং ড্রাইভে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

৫ অক্টোবরের ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেল শিক্ষকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়, তরুণ মন গঠনে এবং ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করতে তাদের ভূমিকাকে স্বীকৃতি প্রদান করে, একই সাথে "এক ঘন্টা রোজ, খেল কে সাথ" এর ফিট ইন্ডিয়া নীতিবাক্য প্রচার করে।

    ***

PS/DM/KMD


(Release ID: 2174813) Visitor Counter : 4
Read this release in: English