নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিশেষ নিবিড় পরিমার্জন সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল

Posted On: 30 SEP 2025 7:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন - এসআইআর) সফলভাবে সম্পন্ন হওয়ায় ঐ রাজ্যের সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সবপক্ষকে অভিনন্দন জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

বিহারে ২০২৫-এর ২৪ জুন ভোটার তালিকায় ৭.৮৯ কোটি মানুষের নাম ছিল। ঐ খসড়া তালিকা থেকে প্রথম পর্বে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়ার পর ১ আগস্ট, ২০২৫-এ যে খসড়া তালিকা প্রকাশ করা হয়, তাতে নাম ছিল ৭.২৪ কোটি ভোটদাতার। ১ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৩.৬৬ লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং ২১.৫৩ লক্ষ যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর, ২০২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম রয়েছে প্রায় ৭.৪২ কোটি ভোটদাতার।

 

চূড়ান্ত ভোটার তালিকার কাগুজে ও ডিজিটাল প্রতিলিপি রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে https://voters.eci.gov.in – এই লিঙ্কে গিয়ে ভোটার তালিকা দেখা যাবে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের ৩৮টি জেলার নির্বাচনী আধিকারিক, ২৪৩ জন নির্বাচনী নিবন্ধন আধিকারিক, ২,৯৭৬ জন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং প্রায় ১ লক্ষ বুথ স্তরের আধিকারিক এই কাজে যুক্ত ছিলেন। এছাড়াও, লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবক এবং ১২টি বড় রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতায় সম্পন্ন হয়েছে এই কাজ। এসআইআর সম্পর্কে নিয়মিতভাবে সাধারণ মানুষকে অবগত করার জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

একজনও যোগ্য ভোটদাতা যাতে বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যাতে ভোটার হিসেবে বিবেচিত হতে না পারেন, সেই বিষয়টিকে নিশ্চিত করে সংবিধানের ৩২৬ ধারা মোতাবেক এই কাজ করেছে নির্বাচন কমিশন। যদি কোনও যোগ্য ভোটদাতার নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে, সেক্ষেত্রে তিনি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিনের ১০ দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়াও কোনও অভিযোগ থাকলে ১৯৫০-এর সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রথমে জেলাশাসক এবং পরবর্তী পর্বে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকারের আবেদন জানানো যেতে পারে। 

 

 

 

SC/AC/DM


(Release ID: 2173593) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi