সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাশিয়ার কালমিকিয়া প্রজাতন্ত্রে ‘প্রথম প্রদর্শনী’-র জন্য ভগবান বুদ্ধের সংরক্ষিত পবিত্র স্মৃতিচিহ্নকে নিয়ে যাওয়া হবে

Posted On: 22 SEP 2025 1:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 


নতুন দিল্লির জাতীয় সংগ্রহশালা থেকে রাশিয়ার কালমিকিয়া প্রজাতন্ত্রে ভগবান বুদ্ধের সংরক্ষিত পবিত্র স্মৃতিচিহ্ন প্রথম প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হবে। এই স্মৃতিচিহ্নের সঙ্গে ভারতের ও আন্তর্জাতিক স্তরের বৌদ্ধ সন্ন্যাসীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর করবেন। কালমিকিয়ায় অতীতে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করতেন। 


কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন (ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন - আইবিসি) এবং জাতীয় সংগ্রহশালার ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস-এর সঙ্গে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। কালমিকিয়া প্রজাতন্ত্রের রাজধানী এলিস্তায় জাতীয় সংগ্রহশালায় তৃতীয় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ফোরামের অনুষ্ঠানে এটি প্রদর্শিত হবে। 


আইবিসি ভগবান বুদ্ধের সংরক্ষিত পবিত্র স্মৃতিচিহ্নটি প্রদর্শন ছাড়াও নতুন সহস্রাব্দে বৌদ্ধধর্ম বা বৌদ্ধিজম ইন দ্য নিউ মিলিনিয়মে-র মতো একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পবিত্র স্মৃতিচিহ্নটি এলিস্তার প্রধান বৌদ্ধ গুম্ফায় রাখা থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ তিব্বতি বৌদ্ধ কেন্দ্র। কালমিক স্তূপ পরিবেষ্টিত গুম্ফাটি ১৯৯৬ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 
 

এর আগে কারমিকিয়া থেকে একদল বৌদ্ধ সন্ন্যাসী ভারত সফরকালে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে অনুরোধ জানান যে, তাদের শহরে এই স্মৃতিচিহ্নকে নিয়ে যাওয়ার জন্য। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেটিকে উপাসনা করবেন। সেইসময় দুটি সমঝোতা পত্র সাক্ষরিত হবে। একটি সমঝোতা পত্র রাশিয়ার সেন্ট্রাল স্পিরিচ্যুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফ বুদ্ধিস্ট রাশিয়া এবং আইবিসি-র মধ্যে সাক্ষরিত হবে। অন্য সমঝোতাপত্রটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রুশ সংস্থার মধ্যে হবে। 


ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে পবিত্র স্মৃতিচিহ্নটি নিয়ে যাওয়া হবে। এলিস্তায় অবস্থানকালে তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেইসময় ভগবান বুদ্ধের জীবনের চারটি গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে আলোচনা হবে। 


কালমিকিয়াকে ইউরোপের একমাত্র বৌদ্ধ প্রজাতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়, সেখানে তৃতীয় আন্তর্জাতিক বৌদ্ধ ফোরাম আয়োজিত হবে।   

 

SC / CB /AG


(Release ID: 2170115) Visitor Counter : 10
Read this release in: English , Urdu , Hindi , Marathi