কৃষিমন্ত্রক
ক্ষুধার সঙ্কট মোকাবিলায় নতুন দিল্লিতে বিশ্ব নেতাদের ডায়ালগনেক্সট সম্মেলন
प्रविष्टि तिथि:
08 SEP 2025 6:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ডায়ালগনেক্সট সম্মেলন উপলক্ষ্যে বিশ্বের কৃষি নেতা, নীতি নির্ধারক, বৈজ্ঞানিক ও কৃষকরা ভারতের নতুন দিল্লিতে সমবেত হয়েছেন। নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে ICAR কনভেনশন সেন্টারে ৮ ও ৯ সেপ্টেম্বর দু’দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবন ও উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।
ভারত সরকারের কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-এর মহানির্দেশক শ্রী মঙ্গীলাল জাট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে কৃষি খাদ্য ব্যবস্থার সামনে বিভিন্ন জটিল সমস্যার উদ্ভব হয়েছে। এর মোকাবিলায় কৃষক কেন্দ্রীক সুসমন্বিত সমাধান প্রয়োজন। এজন্য অত্যাধুনিক প্রযুক্তিতে বৃহত্তর বিনিয়োগ, উদ্ভাবন এবং আবিষ্কার থেকে পরিষেবা প্রদানের মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। বর্তমানে যে গতিতে ভারতীয় কৃষির রূপান্তর ঘটছে, তাতে ভারত উন্নয়নশীল দেশগুলির কৃষি উদ্ভাবন হাব হয়ে উঠতে পারে।
CIMMYT, বোরলগ ইনস্টিটিউট ফর সাউথ এশিয়া - BISA এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-এর সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করেছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন। গত বছর মেক্সিকোতে আয়োজিত সমাবেশের মূল ভাবনা ছিল ‘কৃষকের কাছে পৌঁছে দেওয়া’। সেই একই ভাবনা এবারেও অনুসরণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণ ও রূপান্তরের সুফল যাতে কৃষকদের কাছে পৌঁছোয়, বিশেষত উন্নয়নশীল দেশগুলির কৃষকরা যাতে সেই সুবিধা পান তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশ্ব কৃষি দিবসে আয়োজিত এই সম্মেলনে বিশ্বকে যারা খাদ্য যোগাচ্ছেন, তাঁদের উপর মনোযোগ দেওয়া হয়েছে। যেসব ভারতীয় ওয়ার্ল্ড ফুড প্রাইজ সম্মান পেয়েছেন তাঁদের স্বীকৃতি জানানোর পাশাপাশি এই সমাবেশে বিশ্ব খাদ্য ব্যবস্থায় ভারতের নেতৃত্বকে তুলে ধরা হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের বিশ্বজনীন কর্মসূচি ও কৌশলগত যোগাযোগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর নিকোলে প্রেঙ্গার বলেন, ডঃ নরম্যান বোরলগ ভারতে স্বল্প দৈর্ঘ্যের গম চাষের সূচনা করেছিলেন। এর ফলে, এক দশকেরও কম সময়ের মধ্যে গমের ফলন দ্বিগুণ হয়েছিল, অবশ্যম্ভাবী দুর্ভিক্ষ এড়ানো গিয়েছিল। সেই ভারতে এই সম্মেলনের আয়োজন করতে পেরে তার সংস্থা গর্বিত। প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা ও CIMMYT-এর বোর্ড সদস্য অজয় কুমার সুদ বলেন, আগামী দশকগুলিতে ক্রমশ বাড়তে থাকা বিশ্ব জনসংখ্যার খাদ্যের চাহিদা যাতে সুস্থিতভাবে মেটানো যায়, তার পন্থা পদ্ধতি অনুসন্ধানের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এশিয়া, ইউরোপ ও আমেরিকার পদস্থ সরকারি আধিকারিক বিজ্ঞানী এবং কৃষি নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2164927)
आगंतुक पटल : 19