স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজ্যগুলির পাশে আছে মানুষের দুর্দশার উপশম ঘটাতে

Posted On: 31 AUG 2025 7:46PM by PIB Kolkata

নতুন দিল্লি ৩১ অগাস্ট ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজ্যগুলির পাশে আছে মানুষের দুর্দশার উপশম ঘটাতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রতিটির জন্য আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করেছে। প্রবল বর্ষণ, বন্যা, হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টি এবং ধ্বসে ক্ষয়ক্ষতির সমীক্ষা করতে। এই দলগুলি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবে এবং রাজ্য সরকারের ত্রাণকাজের পর্যালোচনা করবে।

এই কেন্দ্রীয় দলগুলি আগামী সপ্তাহের গোড়ায় হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের বন্যা ও ধ্বস কবলিত এলাকায় যাবে। এই রাজ্যগুলি চলতি বর্ষায় অতি বর্ষণ থেকে প্রবল বর্ষণ, হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টি এবং ধ্বসে মারাত্মকভাবে বিপদগ্রস্ত। একটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয়দল এবং একটি বহু ক্ষেত্রিক দল ইতিমধ্যেই হিমাচলপ্রদেশ সফর করেছে।

কেন্দ্রীয় দলগুলির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্মসচিব পর্যায়ের একজন করে উচ্চপদস্থ আধিকারিক। এছাড়া, দলে থাকবেন ব্যয়, কৃষি ও কৃষক কল্যাণ, জলশক্তি, বিদ্যুৎ, সড়ক পরিবহন ও রাজপথ, গ্রামোন্নয়ন মন্ত্রক/দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এইসব রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এনডিআরএফ, সেনাদল এবং বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ত্রাণ ও উদ্ধারকাজ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা পুনরুদ্ধারে সাহায্য করতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯-এর অগাস্টে স্বরাষ্ট্র মন্ত্রক তৎক্ষণাৎ আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করে সরেজমিনে বিশাল বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করতে। এক্ষেত্রে মেমোরান্ডামের জন্য অপেক্ষা করতে হয় না। এই দলের সমীক্ষা অনুযায়ী কেন্দ্রীয় সরকার চলতি প্রক্রিয়া অনুযায়ী জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিয়ে্ থাকে রাজ্যগুলিকে।

২০২৫-২৬-এ কেন্দ্রীয় সরকার ২৪ টি রাজ্যের বিপর্যয় ত্রাণ তহবিলে ১০,৪৯৮.৮০ কোটি টাকা দিয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজ্যগুলি পীড়িত মানুষকে দ্রুত সাহায্য পৌঁছে দিতে পারে। এছাড়া, ১২টি রাজ্যকে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে ১৯৮৮.৯১ কোটি টাকা, ২০টি রাজ্যকে রাজ্য বিপর্যয় প্রশমন তহবিল থেকে ৩,২৭৪.৯০ কোটি টাকা এবং ৯টি রাজ্যকে জাতীয় বিপর্যয় প্রশমন তহবিল থেকে ৩৭২.০৯ কোটি টাকা দেওয়া হয়েছে।

 

SC/AP/CS


(Release ID: 2162580) Visitor Counter : 10
Read this release in: English