প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন
Posted On:
31 AUG 2025 4:50PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩১ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে মায়ানমারের রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ভারত প্রথমে তার প্রতিবেশী দেশ হিসেবে "অ্যাক্ট ইস্ট" এবং "ইন্দো-প্যাসিফিক" নীতির অংশ হিসাবে মায়ানমারের সঙ্গে তার সম্পর্ককে গুরুত্ব দেয়। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি অনুযায়ী আঞ্চলিক সহযোগিতা ও সংহতির প্রসার ঘটানোর পাশাপাশি, চলমান যোগাযোগ প্রকল্পগুলির অগ্রগতি দুই দেশের জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, মায়ানমারে আসন্ন নির্বাচন সকল অংশীদারদের নিয়ে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভারত মায়ানমারের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে, যার জন্য শান্তিপূর্ণ আলোচনা ও পরামর্শই একমাত্র পথ।
প্রধানমন্ত্রী মায়ানমারের উন্নয়নমূলক চাহিদাকে সমর্থন করার জন্য ভারতের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
* * *
KMD/PS
(Release ID: 2162488)
Visitor Counter : 2