প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের বিভিন্ন প্রশাসনিক এলাকার রাজ্যপালদের সঙ্গে মতবিনিময় করেছেন

Posted On: 30 AUG 2025 7:34AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের বিভিন্ন প্রশাসনিক এলাকার রাজ্যপালদের সঙ্গে বৈঠক করেছেন। ষোলজন রাজ্যপাল প্রধানমন্ত্রী শ্রী মোদির সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন যে, ভারত-জাপানের মধ্যে সমসাময়িক সম্পর্ক, যা দুই দেশের মধ্যে বহু বছরের পুরনো সভ্যতার সম্পর্ক থেকে প্রাণবন্ত হয়ে উঠেছে, তা ক্রমাগত বিকশিত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত-জাপান বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের গতিশীলতা তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, টোকিও ও দিল্লিকে কেন্দ্র করে প্রশাসনিক সম্পর্ককে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। এই প্রসঙ্গে তিনি পঞ্চদশ বার্ষিক সম্মেলনে রাজ্য-প্রশাসনিক অংশীদারিত্ব উদ্যোগের কথা উল্লেখ করেন, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, দক্ষতা, নিরাপত্তা এবং সাংস্কৃতিক সংযোগকে আরও জোরদার করবে। উৎপাদন, প্রযুক্তি, উদ্ভাবন, গতিশীলতা, পরবর্তী প্রজন্মের পরিকাঠামো, স্টার্ট-আপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য তিনি জাপানের রাজ্যপালগন এবং ভারতীয় রাজ্য সরকারগুলিকে আহ্বান জানান।

জাপানের প্রতিটি প্রশাসনিক এলাকার নিজস্ব অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি রয়েছে এবং একইভাবে ভারতীয় রাজ্যগুলির নিজস্ব বৈচিত্র্যময় সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারতের বিকাশের কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য জাপানের রাজ্যপালদের আমন্ত্রণ জানান। তিনি দুই দেশের যুবসমাজ ও দক্ষতা বিনিময়ের প্রতিশ্রুতিতে অবদান রাখতে এবং ভারতীয় প্রতিভার সঙ্গে জাপানি প্রযুক্তিকে সর্বোত্তমভাবে যুক্ত করার আহ্বান জানান। রাজ্যপালগণ উল্লেখ করেন যে, ভারত-জাপান ব্যবসা, শিক্ষা, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে উচ্চাকাঙ্ক্ষার পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক এলাকা বা রাজ্য স্তরে সহযোগিতা গুরুত্বপূর্ণ।

* * * 

 KMD/PS


(Release ID: 2162395) Visitor Counter : 13
Read this release in: English