প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী জন ধন যোজনার রূপান্তরমূলক ১১তম বার্ষিকী উদযাপন করলেন প্রধানমন্ত্রী
Posted On:
28 AUG 2025 1:20PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৮ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী জন ধন যোজনার (পি.এম.জে.ডি.ওয়াই) ১১তম বার্ষিকী উদযাপন করেছেন। শ্রী মোদী বলেন, "পি.এম.জে.ডি.ওয়াই একটি রূপান্তরমূলক উদ্যোগ যা প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদা বাড়িয়েছে এবং প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।"
এক্স-এ মাইগভ ইণ্ডিয়ার পোস্টের জবাবে শ্রী মোদী বলেন:
"আর্থিক বঞ্চনা থেকে ক্ষমতায়ন, প্রধানমন্ত্রী জন ধন যোজনা কীভাবে সারা দেশের জনগণের জীবনযাত্রা বদলে দিয়েছে তার একটি ঝলক এখানে প্রস্ফুটিত হয়েছে।"
#11YearsOfJanDhan "
তিনি বলেন, "যখন প্রান্তিক জনগোষ্ঠীও আর্থিকভাবে সংযুক্ত থাকে, তখন সমগ্র দেশ একসঙ্গে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী জন ধন যোজনা ঠিক এই মাইলফলক অর্জন করেছে। এটি মর্যাদা বাড়িয়েছে এবং মানুষকে তাদের নিজস্ব ভাগ্য লেখার ক্ষমতা দিয়েছে।"
#11YearsOfJanDhan "
From financial exclusion to empowerment! Here is a glimpse of how PM Jan Dhan Yojana has transformed lives across India. #11YearsOfJanDhan https://t.co/z0VXPo0e3r
— Narendra Modi (@narendramodi) August 28, 2025
When the last mile is financially connected, the entire nation moves forward together. That is exactly what the PM Jan Dhan Yojana achieved. It enhanced dignity and gave people the power to script their own destiny.#11YearsOfJanDhan https://t.co/piAYJJOXOj
— Narendra Modi (@narendramodi) August 28, 2025
*****
KMD/PS
(Release ID: 2161749)
Visitor Counter : 24