সংস্কৃতিমন্ত্রক
আরআরআরএলএফ-এর কাছে জমা প্রস্তাবের পরিস্থিতি
Posted On:
18 AUG 2025 4:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ অগাস্ট, ২০২৫
সংস্কৃতি মন্ত্রক কলকাতার স্বশাসিত সংস্থা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন (আরআরআরএলএফ)-এর মাধ্যমে বিভিন্ন কর্মসূচিতে দেশের সাধারণ গ্রন্থাগারগুলির উন্নয়নের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রন্থাগার দপ্তর থেকে প্রাপ্ত উপযুক্ত আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে আর্থিক সহায়তার পরিমাণ স্থির হয়। ২০১৪-১৫-য় পশ্চিমবঙ্গের ৫ হাজার ৪৭৪টি গ্রন্থাগারের জন্য ১০ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার ২২৬ টাকা বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে দেওয়া হয়েছে ৯ কোটি ৮৬ লক্ষ ৯৬ হাজার ২২৩ টাকা। ২০১৫-১৬-য় পশ্চিমবঙ্গে ৩ হাজার ৪০১টি গ্রন্থাগারের জন্য ১১ কোটি ৫১ লক্ষ ৭৭ হাজার ১৬৭ টাকা বরাদ্দের মধ্যে ১০ কোটি ৬৩ লক্ষ ৭৯ হাজার ৫৪৪ টাকা দেওয়া হয়েছে। ২০১৬-১৭-য় পশ্চিমবঙ্গের ২ হাজার ৫২০টি গ্রন্থাগারের জন্য ৭২ লক্ষ ৯৫ হাজার ২২৮ টাকা বরাদ্দের মধ্যে ৬৫ লক্ষ ১৭ হাজার ৯০৭ টাকা দেওয়া হয়েছে। ২০১৭-১৮-য় পশ্চিমবঙ্গে ২ হাজার ৯৮২টি গ্রন্থাগারের জন্য ৫ কোটি ৮৭ লক্ষ ৭৯ হাজার ৫৩৭ টাকা বরাদ্দের মধ্যে ৫ কোটি ৭৬ লক্ষ ২১ হাজার ৯৫৫ টাকা দেওয়া হয়েছে। ২০১৮-১৯-এ পশ্চিমবঙ্গে ৮৩৩টি গ্রন্থাগারের জন্য ১ কোটি ৩১ লক্ষ ৬০ হাজার ৫৬১ টাকা বরাদ্দের মধ্যে ১ কোটি ৩০ লক্ষ ৬৭ হাজার ৫০৩ টাকা দেওয়া হয়েছে। ২০১৯-২০-তে পশ্চিমবঙ্গের ৫টি গ্রন্থাগারের জন্য বরাদ্দ করা হয়েছিল ৮ লক্ষ টাকা, তার মধ্যে দেওয়া হয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা। ২০২০-২১-এ পশ্চিমবঙ্গের একটি গ্রন্থাগারের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে ৩ লক্ষ টাকাই দেওয়া হয়। ২০২১-২২-এ পশ্চিমবঙ্গের ২ হাজার ৫০১টি গ্রন্থাগারের জন্য ৪ কোটি ৩৩ লক্ষ ২ হাজার ৯২২ টাকা বরাদ্দের মধ্যে ৪ কোটি ২৭ লক্ষ ১৩ হাজার ৪২০ টাকা দেওয়া হয়। ২০২২-২৩-এ পশ্চিমবঙ্গে ১১টি গ্রন্থাগারের জন্য ২২ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল, দেওয়া হয় ২০ লক্ষ ৩৭ হাজার ৭৮৫ টাকা। ২০২৩-২৪-এ পশ্চিমবঙ্গে ৪টি গ্রন্থাগারের জন্য বরাদ্দ করা হয় ৯ লক্ষ টাকা, দেওয়া হয় ৪ লক্ষ টাকা। ২০২৪-২৫-এ পশ্চিমবঙ্গের ৩টি গ্রন্থাগারের জন্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়, দেওয়া হয় ৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা।
লোকসভায় এক লিখিত জবাবে আজ এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AP/SKD
(Release ID: 2157558)