সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনএইচএআই দেশ জুড়ে সফলভাবে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস কার্যকর করেছে

Posted On: 15 AUG 2025 8:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ অগাস্ট, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সহজ জীবনযাত্রা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তাঁর এই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ- এনএইচএআই ১৫ অগাস্ট থেকে দেশ জুড়ে সফলভাবে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস কার্যকর করেছে। জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে থাকা ১১৫০টি টোল প্লাজায় এই পাস কার্যকর হচ্ছে।  
 
বাস্তবায়নের প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজারের মতো জাতীয় সড়ক ব্যবহারকারী অ্যানুয়াল পাস কিনেছেন এবং সেটি কার্যকরও করেছেন। এই সময়কালে এই পাসগুলি দিয়ে ১ লক্ষ ৩৯ হাজার লেনদেন হয়েছে। প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ ব্যবহারকারী রাজমার্গযাত্রা অ্যাপ ব্যবহার করে এই পাসকে কাজে লাগিয়েছেন। এনএইচএআই আধিকারিকরা ছাড়াও ১০০ জন এক্সিকিউটিভ পাস ব্যবহারকারীদের নানাভাবে সহায়তা করছেন। ব্যবহারকারীদের যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১০৩৩ হেল্পলাইন নম্বরের সংস্থান রাখা হয়েছে।

বাণিজ্যিক নয়, এ ধরনের গাড়িতেই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ব্যবহার করা যাবে। ব্যবহারকারী এক বছরের জন্য ৩০০০ টাকা দিলে ২০০ বার টোল প্লাজা দিয়ে যাতায়াত করতে পারবেন। তবে, এই পাসের মেয়াদ সর্বোচ্চ এক বছর। বর্তমানে ৮ কোটি ফাস্ট্যাগ ব্যবহার করা হচ্ছে। নতুন এই ব্যবস্থাপনা জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে।   
 


SC/CB/NS


(Release ID: 2157171)
Read this release in: English , Hindi , Marathi , Malayalam