সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
সংখ্যালঘু সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণে উৎকর্ষ কেন্দ্র
Posted On:
12 AUG 2025 2:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জৈন পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য গুজরাট বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এখানে অমূল্য জৈন পাণ্ডুলিপিগুলি ডিজিটাইজ করা হবে। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের আওতায় এই উদ্যোগের লক্ষ্য হল, সমৃদ্ধ জৈন সাহিত্যের প্রসার ও সংরক্ষণ।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গত ১৯ জুলাই আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয়ে জৈন পাণ্ডুলিপির তাৎপর্য নিয়ে একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। গবেষক, বিদ্যোৎসাহী, সংস্কৃতি বিশেষজ্ঞ এবং গোষ্ঠী নেতারা এই কর্মশালায় যোগ দেন।
এই কর্মশালার ফলাফল -
জৈন পাণ্ডুলিপি সংরক্ষণের কৌশল এবং এই নিয়ে গবেষণার সম্ভাবনার বিষয়ে আলোচনা
আধুনিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রাচীন প্রজ্ঞার মেলবন্ধনের গুরুত্ব
সার্বিক সংরক্ষণের লক্ষ্যে গোষ্ঠী অংশগ্রহণ
প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের আওতায় যে ৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে, তা হল-
১. মুম্বাই বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সম্পর্কিত উৎকর্ষ কেন্দ্র
২. দিল্লি বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ পঠন-পাঠন নিয়ে কেন্দ্র
৩. দিল্লির বিশ্ববিদ্যালয়ের খালসা কলেজে গুরুমুখী লিপি সংক্রান্ত কেন্দ্র
৪. গুজরাট বিশ্ববিদ্যালয়ে জৈন পাণ্ডুলিপি সংক্রান্ত কেন্দ্র
৫. ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ে জৈন পঠন-পাঠন সম্পর্কিত কেন্দ্র
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে সংখ্যালঘু বিষয়ক ও সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন।
SC/SD/NS
(Release ID: 2155694)