মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় ৮১৪৬.২১ কোটি টাকা ব্যয়ে ৭২ মাস মেয়াদে ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টাটো-২ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
12 AUG 2025 3:29PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি আজ অরুণাচল প্রদেশের শি ইয়োমি জেলায় টাটো-২ জলবিদ্যুৎ প্রকল্প (এইচ.ই.পি) নির্মাণে ৮১৪৬.২১কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। প্রকল্পের আনুমানিক সমাপ্তির সময়কাল ৭২ মাস।
৭০০মেগাওয়াট (৪ x ১৭৫ মেগাওয়াট) ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি ২৭৩৮.০৬ এমইউ শক্তি উৎপাদন করবে। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ অরুণাচল প্রদেশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে এবং জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করবে।
এই প্রকল্পটি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এন.ই.ই.পি.সি.ও) এবং অরুণাচল প্রদেশ সরকারের মধ্যে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে। ভারত সরকার সক্ষম পরিকাঠামোর আওতায় সড়ক, সেতু এবং সংশ্লিষ্ট ট্রান্সমিশন লাইন নির্মাণের জন্য বাজেট সহায়তা হিসাবে ৪৫৮.৭৯ কোটি টাকা এবং রাজ্যের ইক্যুইটি অংশের জন্য ৪৩৬.১৩ কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করবে।
রাজ্যটি এই অঞ্চলের উল্লেখযোগ্য পরিকাঠামোগত উন্নতি এবং আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ১২ শতাংশ বিনামূল্যে বিদ্যুৎ এবং আরও ১ শতাংশ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল (এল.এ.ডি.এফ) থেকে উপকৃত হবে।
এই প্রকল্পটি আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সহ স্থানীয় সরবরাহকারী/উদ্যোগ/এম.এস.এম.ই.গুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করবে।
এই প্রকল্পের জন্য প্রায় ৩২.৮৮ কিলোমিটার সড়ক ও সেতুর উন্নয়ন সহ পরিকাঠামোতে উল্লেখযোগ্য উন্নতি হবে, যা বেশিরভাগ স্থানীয় ব্যবহারের জন্য উপলব্ধ হবে। হাসপাতাল, স্কুল, বাজার, খেলার মাঠ ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের ফলেও জেলাটি উপকৃত হবে। উৎসর্গীকৃত প্রকল্প তহবিল থেকে অর্থায়ন করা হবে ২০কোটি টাকা। স্থানীয় জনগণও বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ, কর্মসংস্থান এবং সি.এস.আর কার্যক্রম থেকে উপকৃত হবে।
*****
KMD/PS
(Release ID: 2155655)