দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
জলবায়ু-উপযোগী কর্মসংস্থান পরিকল্পনা
Posted On:
11 AUG 2025 4:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, জনশিক্ষণ সংস্থান সহ বিভিন্ন প্রকল্পের আওতায় শিল্প প্রশিক্ষণ সংস্থাগুলি (আইটিআই)-র মাধ্যমে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক (এমএসডিই) দক্ষতার প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
স্কিল ইন্ডিয়া মিশনের লক্ষ্য হ’ল, ভবিষ্যতের শিল্পের উপযোগী করে তরুণদের দক্ষ করে তোলা। পিএমকেভিওয়াই-এর আওতায় কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন, তীব্র তাপপ্রবাহ, ফসলের ক্ষয়ক্ষতি প্রভৃতির মতো পরিস্থিতির মোকাবিলা করা।
৩০ জুন, ২০২৫ পর্যন্ত ১০,৮৭,৭৪৩ জন প্রার্থীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিবেশ-বান্ধব কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ৫৮টি শিক্ষাগত যোগ্যতা চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে – সৌর প্যানেল, গ্রিন হাইড্রোজেন, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব শক্তি প্রভৃতির মতো ক্ষেত্র। এই কর্মসূচিতে ৬.৬৩ লক্ষ প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধারী।
SC/MP/SB
(Release ID: 2155413)