জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিভিন্ন রাজ্যে পয়ঃপ্রণালী পরিশোধন প্রকল্প¬

Posted On: 11 AUG 2025 3:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগষ্ট, ২০২৫


দেশে নদীগুলির জল দূষিত হওয়ার মূল কারণ হল বিভিন্ন শহরের কলকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর জলে মেশা। এছাড়াও প্রাকৃতিক দূষণ, ভূমিক্ষয়, ফসলের অবশিষ্টাংশ এবং বিভিন্ন পয়ঃপ্রণালীর জল অপরিশোধিত বা আধা পরিশোধিত অবস্থায় নদীর জলে মিশে জলদূষণের কারণ হয়ে দাঁড়ায়। দ্রুত নগরায়ন এবং শিল্পায়ন এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে। 

নদীর সংস্কার ও পুনরুজ্জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিল্পের বর্জ্য যাতে সরাসরি নদীর জলে এসে না মিশতে পারে, সেইজন্য তার পরিশোধন সংক্রান্ত দেখভালের দায়িত্ব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আঞ্চলিক স্বশাসিত সংস্থাগুলির ওপর বর্তায়। নদী সংরক্ষণের স্বার্থে জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক ও কারিগরী সহায়তা দেওয়া হয়ে থাকে। 
গঙ্গা অববাহিকা এলাকায় নমামি গঙ্গে প্রকল্পের মতো কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নদীর দূষণ রোধে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ অম্রুত প্রকল্প এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে স্মার্ট সিটি মিশনে পয়ঃপ্রণালী পরিশোধন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

বিগত ৩ টি আর্থিক বছরে ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান  (এনআরসিপি) অধীন ১৫৭৩.১৩ কোটি টাকা এবং নমামি গঙ্গে প্রকল্পে ৭৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে আর্থিক সহায়তায় ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত বিগত ৩ টি আর্থিক বছরে  উত্তরপ্রদেশ পেয়েছে ২৭০১ কোটি ৪০ লক্ষ টাকা, বিহার পেয়েছে ২০৮৪ কোটি ৯৭ লক্ষ টাকা, পশ্চিমবঙ্গ পেয়েছে ৭২৩ কোটি ৫৭ লক্ষ টাকা। এছাড়াও উত্তরাখন্ড পেয়েছে ৩০৬ কোটি ১৭ লক্ষ টাকা, দিল্লি পেয়েছে ২৭৬ কোটি ৫৭ লক্ষ টাকা, ঝাড়খন্ড পেয়েছে ১৮৮ কোটি ২০ লক্ষ টাকা এবং মধ্যপ্রদেশ পেয়েছে ৩১ কোটি ৪৫ লক্ষ টাকা। 
 রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধুরী।


SC/AB /SG


(Release ID: 2155160)
Read this release in: English , Urdu , Hindi