কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

আমদানির ওপর নির্ভরশীলতা কমানো এবং কয়লা ব্যবহারের বৈচিত্র্যকরণ

Posted On: 11 AUG 2025 2:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগষ্ট, ২০২৫

 

ভারতে কোক কয়লার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিশেষত ইস্পাত ক্ষেত্রের জন্য এর আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে কয়লা মন্ত্রক “মিশন কোকিং কোল”-এর সূচনা করেছে, ২০২১ এর আগষ্ট মাসে। এই মিশনের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। ২০২১ আর্থিক বছরে দেশে কোক কয়লার উৎপাদন ৪৪.৭৯ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ অর্থ বছরে ৬৬.৪৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। সিআইএল ১১টি অব্যবহৃত কয়লা খনিকে শুল্ক ভাগাভাগির নতুন উদ্ভাবনী পদ্ধতির ভিত্তিতে বেসরকারি সংস্থাগুলির হাতে তুলে দিয়েছে। ২০২৪ অর্থ বছরে চালু হওয়া বিসিসিএল-এর মধুবন কোক কোল ওয়াশারীর উৎপাদন ক্ষমতা ৫ এমটিপিএ। এছাড়াও সিআইএল একটি কোক কয়লা ওয়াশারীকে আর্থিকভাবে ব্যবহারযোগ্য করে তুলেছে। নতুন কয়লা বন্টন নীতি এবং ভারতে কয়লা উত্তোলন এবং বন্টনের জন্য সংশোধিত প্রকল্প শক্তি সহ এক জানালা ব্যবস্থা নেওয়া হয়েছে।  এছাড়াও বাস্তবসম্মত যোগসূত্রও গড়ে তোলা হয়েছে।  
অভ্যন্তরীণ কোক কয়লার উৎপাদন বৃদ্ধিতে আমদানি হ্রাসে আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।  রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাগুলি কয়লা বন্টনের ক্ষেত্রে কয়লা মন্ত্রকের নির্দেশিকা মেনে চলে। 

কয়লা সংক্রান্ত বর্তমান যে নীতিসমূহ রয়েছে সেগুলি সময়ে সময়ে প্রয়োজন ভিত্তিতে সংশোধন করা হয়। কয়লা কোম্পানিগুলির সঙ্গে ক্রেতাগোষ্ঠীর জ্বালানি সরবরাহ চুক্তি মোতাবেক ক্রেতাদের কয়লা সরবরাহ করা হয়ে থাকে। 

রাজ্যসভায় আজ লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষেন রেড্ডি।  

 

SC/AB /SG


(Release ID: 2155138)
Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu