ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইস্পাতের আমদানি সংক্রান্ত এসআইএমএস, কিউসিওস এবং এনওসিওস নিয়ে ইস্পাত মন্ত্রক খোলামেলা আলোচনা করবে

Posted On: 11 AUG 2025 2:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগষ্ট, ২০২৫

 

ইস্পাত মন্ত্রক নতুন দিল্লির উদ্যোগ ভবনের ইস্পাত কক্ষে ১৯ আগষ্ট ইস্পাত আমদানি সংক্রান্ত এসআইএমএস, কিউসিওস এবং এনওসিওস নিয়ে খোলামেলা আলোচনা করবে। বিভিন্ন কোম্পানি এবং সংস্থা এই সমস্ত বিষয়ে ওই আলোচনায় তাদের মতামত জানাতে পারবে। এই আলোচনায় তাদের অংশগ্রহণের ব্যাপারে ওই নির্দিষ্ট দিনে বরাদ্দ সময় জানতে ই-মেল মারফৎ tech-steel[at]nic[dot]in এই লিঙ্কে যোগাযোগ করতে হবে।
ইমেল পাঠানোর সময় 
১. কোম্পানি বা সংস্থার নাম 
২. এসআইএমএস, কিউসিওস এবং এনওসিওস প্রভৃতি বিষয়, 
৩. অংশগ্রহণকারীর নাম এবং পদ মর্যাদা (তৃতীয় পক্ষের কোনও অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ), 
৪. এসএমআইএস / এনওসি নিয়ে আবেদন যদি কিছু থাকে তার উল্লেখ, 
৫. যানবাহন / আকাশযান / টেলিকম / প্রতিরক্ষা প্রভৃতি কি ধরণের শিল্পসংস্থা ও পণ্য, 
৬. সংক্ষিপ্ত বিষয়বস্তু (সর্বোচ্চ ৫০ টি শব্দের মধ্যে 
এবং 
৭. আবেদনকারীর  মোবাইল নম্বর ও ইমেল উল্লেখ থাকা বাধ্যতামূলক।)

সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত সকল অংশগ্রহণকারীদের জন্য খোলামেলা এই আলোচনার সময়সীমা নির্দিষ্ট হয়েছে। কাকে কোন সময় বরাদ্দ করা হবে তাকে ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হবে। লজিস্টিক গত অসুবিধার কারণে কেউ হঠাৎ করে এসে আলোচনায় যোগ দিতে পারবেন না।বিপুল অংশগ্রহণকে সুনিশ্চিত করতে একটি কোম্পানি বা সংস্থার পক্ষে একজনকেই আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।     

ইস্পাত আমদানি সংক্রান্ত এসআইএমএস, কিউসিওস এবং এনওসিওস সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানি বা সংস্থাগুলি ১৪ অগাষ্ট দুপুরের মধ্যে নিশ্চিত সময় সম্পর্কে সুনিশ্চিত হতে সুনির্দিষ্ট বিষয়ে উল্লিখিত ইমেলে তাদের অনুরোধ পাঠাতে হবে। 

 


SC/AB /SG


(Release ID: 2155136)
Read this release in: English , Urdu , Hindi