প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

'আইএনএস সন্ধ্যায়ক' সিঙ্গাপুরের চাঙ্গি নৌবাহিনীর ঘাঁটিতে পৌঁছোল

Posted On: 09 AUG 2025 6:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫

 

ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'সন্ধ্যায়ক' সিঙ্গাপুরের জাতীয় দিবস ৯ অগাস্ট ২০২৫-এর মর্যাদাপূর্ণ উৎসব উদযাপন উপলক্ষে অংশগ্রহণের জন্য তিন দিনের জন্য সেদেশে পৌঁছেছে। এই অত্যাধুনিক সার্ভে ভেসেল (এসভিএল)-টি  ভারতে নির্মিত প্রথম বড় জাহাজ। সন্ধ্যায়কের এই সফর আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকে তুলে ধরে এবং ভারতীয় নৌবাহিনী তথা সিঙ্গাপুরের সমস্ত সমুদ্র বিষয়ক এজেন্সিগুলির মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক পর্যবেক্ষণ সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সফর ভারতীয় নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগের পরিকাঠামো ভিত্তিক সামুদ্রিক কূটনীতি এবং আঞ্চলিক হাইড্রোগ্রাফিক ক্ষমতা নির্মাণে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বকেও তুলে ধরে। 

আইএনএস সন্ধ্যায়ক-কে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে জলে ভাসানো হয়েছিল। এই জাহাজটির সমুদ্রতট এবং গভীর সমুদ্রে নিরাপত্তা পর্যবেক্ষণ করার ক্ষমতা রয়েছে। এটি হেলিকপ্টার এবং হাসপাতাল সহ এসএআর / মানবিক সঞ্চালনে সক্ষম। 

এই জাহাজটির প্রথম সিঙ্গাপুর যাত্রার উদ্দেশ্য প্রযুক্তিগত / ব্যবসায়িক আদান-প্রদান এবং প্রতিনিয়ত সমুদ্র পর্যবেক্ষণ সহায়তাকে সুবিধাজনক করে তোলা। 

এই সফরের সময় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিঙ্গাপুরের সহায়ক মুখ্য হাইড্রোগ্রাফার শ্রী গ্যারী চ্যু-র সঙ্গে সাক্ষাৎ এবং কমান্ডিং অফিসারের রয়্যাল সিঙ্গাপুর নেভির নবম ফ্লোটিলার কম্যান্ডার কর্নেল চৌয়া মেং সুন-এর সঙ্গে  সাক্ষাতের সময় আলোচনা হয়েছে। 

এছাড়া অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে রয়্যাল সিঙ্গাপুর নৌবাহিনীর কর্মীদের এই জাহাজে ভ্রমণ এবং ভারতীয় নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ক্ষমতা প্রদর্শন করা। তাছাড়া রয়েছে স্কুলের ছাত্র-ছাত্রী এবং সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশনের কর্মচারীদের পরিবারবর্গকে ঘুরিয়ে দেখানো।

 


SC/SB/AS


(Release ID: 2154866)
Read this release in: English , Urdu , Hindi , Tamil