উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা অসম ও ত্রিপুরার জন্য বিদ্যমান সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ (এসডিপি)-এর আওতায় চারটি নতুন ক্ষেত্রে মোট ৪,২৫০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন করেছে

Posted On: 08 AUG 2025 4:17PM by PIB Agartala

নয়াদিল্লি: ৮ আগস্ট ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অসম ও ত্রিপুরার জন্য বিদ্যমান সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ (এসডিপি)-এর আওতায় চারটি নতুন ক্ষেত্রের জন্য মোট ৪,২৫০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে।
 

বিস্তারিত বিবরণ:
অসমের আদিবাসী গোষ্ঠীগুলির সঙ্গে ভারত সরকার এবং অসম সরকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এম.ও.এস) অনুসারে অসমের আদিবাসী অধ্যুষিত গ্রাম/অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা।
     ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি/ডিমাসা পিপলস সুপ্রিম কাউন্সিলের উত্তর কাছাড় হিলস স্বায়ত্তশাসিত কাউন্সিল (এন.সি.এইচ.এ.সি) এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন করা হয়েছে অসমের ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডি.এন.এল.এ)/ডিমাসা পিপলস সুপ্রিম কাউন্সিল (ডি.পি.এস.সি) গ্রুপের সঙ্গে ভারত সরকার এবং অসম সরকার স্বাক্ষরিত এম.ও.এস অনুসারে।
     অসমের উলফা গোষ্ঠীগুলির সঙ্গে ভারত সরকার এবং অসম সরকার স্বাক্ষরিত এম.ও.এস অনুসারে অসম রাজ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য ৩,০০০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।
     ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এল.এল.এফ.টি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স (এ.টি.টি.এফ) গ্রুপের সঙ্গে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার স্বাক্ষরিত এম.ও.এস অনুযায়ী ত্রিপুরার আদিবাসীদের উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আর্থিক প্রভাব:

প্রস্তাবিত চারটি নতুন ক্ষেত্রে জন্য সামগ্রিক ব্যয় হবে ৭,২৫০ কোটি টাকা, যার মধ্যে ৪,২৫০ কোটি টাকা অসম (৪ হাজার কোটি টাকা) এবং ত্রিপুরার (২৫০ কোটি টাকা) জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজগুলির বিদ্যমান সেন্ট্রাল সেক্টর স্কিমের আওতায় প্রদান করা হবে এবং অবশিষ্ট ৩,০০০ কোটি টাকা আসাম রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে সংস্থান রাখবে।

ভারত সরকার, অসম ও ত্রিপুরার রাজ্য সরকারগুলির মধ্যে সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী, চলতি অর্থ বছর থেকে অর্থাৎ ২০২৫ - ২৬ থেকে ২০২৯ - ৩০ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য আসামের তিনটি ক্ষেত্রের জন্য ৪,০০০ কোটি টাকা এবং ২০২৫ - ২৬ অর্থবছর থেকে ২০২৮ - ২৯  অর্থবছর পর্যন্ত চার বছরের জন্য ত্রিপুরার জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা:

পরিকাঠামো ও জীবিকা প্রকল্পগুলি কর্মসংস্থান সৃষ্টি করবে।
     দক্ষতা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং স্থানীয় শিল্পোদ্যোগের মাধ্যমে যুবসমাজ ও মহিলারা উপকৃত হবেন।
 এতে স্থিতিশীলতা আসবে।

উপকারিতা:
এই প্রকল্পটি বিশেষভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসম ও ত্রিপুরার জন্য প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে সমতা বৃদ্ধি পাবে:

এর মাধ্যমে বিভিন্ন বিদ্যমান সরকারি প্রকল্প থেকে পর্যাপ্তভাবে উপকৃত না হওয়া দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।
     কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা প্রদান, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি এবং যুব ও মহিলাদের জন্য জীবিকা কার্যক্রমের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ বাড়বে।
     দেশের অন্যান্য অংশ থেকে পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের জনগণের জন্য অতিরিক্ত কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ তৈরি হবে।

এর মাধ্যমে অসমের আদিবাসী ও ডিমাসা সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ, অসমের অন্যান্য জেলায় বসবাসকারী জনগণ এবং ত্রিপুরার জনজাতি  সম্প্রদায় উপকৃত হবে।

এটি বিশেষ উন্নয়ন প্যাকেজগুলির পাশাপাশি চলমান সেন্ট্রাল সেক্টর স্কিমের অধীনে একটি নতুন উদ্যোগ। পূর্ববর্তী এম.ও.এস ভিত্তিক প্যাকেজগুলি যেমন, বোড়ো এবং কার্বি গোষ্ঠীর জন্য শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নে ইতিবাচক ফলাফল দেখিয়েছে।

পটভূমি:
ভারত সরকার, অসম ও ত্রিপুরা সরকারের মধ্যে সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর (আদিবাসী গোষ্ঠী-২০২২ সাল, ডি.এন.এল.এ/ডি.পি.এস.সি-২০২৩ সাল, উলফা-২০২৩, এবং এন.এল.এফ.টি/এ.টি.টি.এফ-২০২৪) সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।  এই সমঝোতা স্বাক্ষরের লক্ষ্য পরিকাঠামো এবং আর্থ-সামাজিক প্রকল্পের মাধ্যমে শান্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং পুনর্বাসনকে উৎসাহিত করা।

PS/KMD


(Release ID: 2154438)
Read this release in: English