প্রধানমন্ত্রীর দপ্তর
জাতীয় হস্তচালিত তাঁত দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Posted On:
07 AUG 2025 3:31PM by PIB Agartala
নয়াদিল্লি, ৭ আগস্ট,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, আজ আমাদের সমৃদ্ধ বুনন ঐতিহ্য উদযাপনের দিন, যা আমাদের জনগণের সৃজনশীলতা প্রদর্শন করে। তিনি আরও বলেন, ভারতের হস্তচালিত তাঁতের বৈচিত্র্য এবং জীবিকা ও সমৃদ্ধি বৃদ্ধিতে অনবদ্য ভূমিকার জন্য আমরা গর্বিত।
'এক্স "-এ একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন,
"জাতীয় হস্তচালিত তাঁত দিবসে শুভেচ্ছা।
আজ আমাদের সমৃদ্ধ বুনন ঐতিহ্য উদযাপন করার একটি দিন, যা আমাদের জনগণের সৃজনশীলতা প্রদর্শন করে। ভারতের হস্তচালিত তাঁতের বৈচিত্র্য এবং জীবিকা ও সমৃদ্ধি বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আমরা গর্বিত।"
Best wishes on National Handloom Day!
Today is a day to celebrate our rich weaving traditions, which showcase the creativity of our people. We are proud of India’s handloom diversity and its role in furthering livelihoods and prosperity. pic.twitter.com/dHOwbZILCW
— Narendra Modi (@narendramodi) August 7, 2025
*****
KMD/PS
(Release ID: 2154004)