মহাকাশদপ্তর
সংসদে প্রশ্ন: ভারতের চন্দ্রযান-৪ মিশন
प्रविष्टि तिथि:
07 AUG 2025 3:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২৫
চন্দ্রযান – ৪ মিশন চাঁদের নমুনার নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করবে, যাতে দূষণ নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য সহ লিকপ্রুফ নমুনার ক্যানিস্টারগুলিকে নমুনা কিউরেশনে স্থানান্তর করা যায়। চন্দ্রযান – ৪ মিশনের নির্দিষ্ট প্রযুক্তিগত অগ্রগতি ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে – ডকিং সিস্টেম, কক্ষপথ ব্যবস্থাপনার জন্য নেভিগেশন, নমুনা সংগ্রহ, সিলিং – এর জন্য রোবোটিক ড্রিল, নমুনা স্থানান্তরের জন্য রোবোটিক আর্ম ইত্যাদি। মিশনটির সফল বাস্তাবায়ন নিশ্চিত করতে পর্যালোচনা এবং যথাযথ পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ প্রশ্নের লিখিত জবাবে একথা জানান কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ ও পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং।
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2153785)
आगंतुक पटल : 25