পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্ন: চিকিৎসার কাজে ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপের ঘাটতি

Posted On: 06 AUG 2025 4:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২৫

 

বোর্ড অফ রেডিয়েশন অ্যান্ড আইসোটোপ টেকনোলজি (বিআরআইটি) হল পারমাণবিক শক্তি বিভাগের একটি ইউনিট যা স্বাস্থ্যসেবা, কৃষি, গবেষণা এবং শিল্পে প্রয়োগের জন্য বিকিরণ এবং আইসোটোপের উপর ভিত্তি করে পণ্য এবং পরিষেবা সরবরাহ করে।

বিআরআইটি দেশের লিউটেটিয়াম-১৭৭ (এলইউ-১৭৭) এর চাহিদার প্রায় ৮৫-৯০% পূরণ করে, যেখানে আয়োডিন-১৩১ (আই-১৩১) এবং মলিবডেনাম-৯৯ (এমও-৯৯)-এর ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদার একটি অংশ পূরণ করা হয়।

ফ্লুরিন-১৮ (এফ-১৮) স্বল্পস্থায়ী হওয়ায় এটি একটি লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করে এবং এর বিতরণ পরিসর সীমিত করে। অতএব, এমসিএফ, প্যারেল এবং সাইক্লোন-৩০-এ উৎপাদিত এফ-১৮ পণ্যগুলি কেবল নিকটবর্তী হাসপাতালগুলিতে সরবরাহ করা হয় এবং জাতীয় চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

এমও-৯৯ এর চাহিদা-সরবরাহের মধ্যে অমিল রয়েছে এবং এলইউ-১৭৭ এর চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ১০-১৫% ব্যবধান রয়েছে।

পারমাণবিক শক্তি বিভাগের আওতাধীন গবেষণা ও উন্নয়ন ইউনিট, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, পিপিপি-ভিত্তিক আইসোটোপ চুল্লি প্রকল্পের নীতিগত অনুমোদন পেয়েছে এবং প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) পর্যালোচনাধীন রয়েছে। আশা করা হচ্ছে যে ০.৫ MCi (মিলিয়ন কিউরি) রেডিও-আইসোটোপ উৎপাদন ক্ষমতা সহ উৎপাদন ২০৩৫ সালের দিকে শুরু হবে।

টাটা মেমোরিয়াল সেন্টার (টিএমসি), ডিএই-এর অধীনে একটি অনুদান-সহায়তা প্রতিষ্ঠান, ইতিমধ্যেই টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে সাশ্রয়ী মূল্যের পারমাণবিক ওষুধের পরিকাঠামো সম্প্রসারণ করেছে। এই টিয়ার-২ শহরগুলির নাম হল নিউ চণ্ডীগড়, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, গুয়াহাটি, বারাণসী, মুজাফফরপুর (বিহার) এবং টিয়ার-৩ শহর হল সাংরুর (পাঞ্জাব)।

আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ ও পেনশন, পারমাণবিক শক্তি বিভাগ এবং মহাকাশ বিভাগ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং।

 

SC/AB/DM/


(Release ID: 2153458)
Read this release in: English , Urdu , Hindi